ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জ দেখছেন তাসকিন

ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জ দেখছেন তাসকিন

ঈদের ছুটি কাটিয়ে আবারো শুরু হয়েছে আফগানিস্তান সিরিজের ব্যস্ততা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে শনিবার চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ দল। তিনটি ম্যাচই হবে বন্দও নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ৫ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের মুখোমুখি টাইগাররা। একমাত্র টেস্টে আফগানিস্তানকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জ দেখছেন তাসকিন আহমেদ। ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে টাইগার পেসার বলেছেন, ‘সব দলই বর্তমানে চ্যালেঞ্জিং। দিন শেষে সবার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। ইনশা আল্লাহ আমরা প্রস্তুত। আশা করি, ভালো কিছু হবে।’ গত কয়েক বছরে ওয়ানডেতে নজরকাড়া উন্নতি করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় তারা সবশেষ সিরিজগুলোও দাপট দেখিয়ে জিতেছে। যা আফগানিস্তানের বিপক্ষেও ভালো একটি সিরিজ খেলার আত্মবিশ্বাস জোগাচ্ছে তাসকিনকে, ‘ইনশাআল্লাহ ভালো সিরিজ হবে আশা করছি। ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটে ফিরছি। আশা করছি সবাই সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশায় খেলব।’ আফগানদের সঙ্গে দুই ধাপে সিরিজটি খেলছে বাংলাদেশ। প্রথম দফায় একমাত্র টেস্টে টাইগাররা তাদের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল। এবার দ্বিতীয় দফায় তাদের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে সাকিব-তামিমরা। সাদা পোশাকে আফগানিস্তান দলে রশিদ খান ও মুজিব-উর রহমানদের মতো ক্রিকেটাররা না থাকলে রঙিন ক্রিকেটে তারা ফিরছেন। ফলে স্বাভাবিকভাবেই টেস্টের মতো আসন্ন ম্যাচগুলোও একপাক্ষিক হবে না বলেই ধরে নেওয়া যায়!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত