ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবকে নিয়েই চট্টগ্রামে বাংলাদেশ দল

সাকিবকে নিয়েই চট্টগ্রামে বাংলাদেশ দল

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল শনিবার সকাল পৌঁনে ১০টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল। ৪৫ মিনিট পরে তারা চট্টগ্রামে পৌঁছান। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেই দলের সঙ্গে চট্টগ্রামে পৌঁছান চন্দিকা হাথুরুসিংহের নেতৃত্বে কোচিং স্টাফরা। ঢাকা ছাড়ার আগে সিরিজ জয়ের প্রত্যাশার সঙ্গে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ঈদের আমেজ না কাটলেও ছুটি শেষ টাইগারদের। ব্যস্ততা শুরু ন্যাশনাল ডিউটি দিয়ে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ম্যাচ ভেন্যু চট্টগ্রামে যাওয়ার আগে ঈদ ফেস্টিভ মুডে ছিলেন এয়ারপোর্টে হাজির অলরাউন্ডার সাকিব আল হগত াসান। শুক্রবার নিজ শহর মাগুরা থেকে ঢাকায় পৌঁছান তিনি। একদিন না যেতেই যোগ দিলেন দলের সঙ্গে। জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। আঙুলের চোট থেকে মুক্ত হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন টাইগার অলরাউন্ডার। সামনে বড় দুই ইভেন্ট- এশিয়া কাপ আর বিশ্বকাপ। আফগানিস্তানের বিপক্ষে সারতে হবে সঠিক প্রস্তুতি। একই সঙ্গে এয়ারপোর্টে এসেছেন শান্ত এবং হৃদয়। ২২ গজের মতো গাড়ির স্টিয়ারিং হাতেও বেশ পারদর্শী লিটন দাস। নিজেই ড্রাইভ করে এসেছেন এয়ারপোর্টে। চট্টগ্রাম যাত্রায় মোস্তাফিজুর রহমানের সঙ্গী হয়েছেন তার স্ত্রী। সবশেষ সাদা বলের সিরিজে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ টাইগার পেসার। বড় দুই ইভেন্টের আগে আফগানিস্তানের বিপক্ষেও মোস্তাফিজের কাছে ম্যানেজমেন্টের চাওয়া থাকবে ধারাবাহিকতার। দুই পেস সেনসেশন ইবাদত ও হাসান একইসঙ্গে এসেছেন এয়ারপোর্টে। নিজ নিজ গাড়িতে এসেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ। তবে এদিনও ব্যতিক্রম দেখা গেল তাইজুল ইসলামকে। ব্যক্তিগত গাড়িতে নয়, সিএনজিতে করে এয়ারপোর্টে এসেছেন তিনি। মোট ১৩ ক্রিকেটার চট্টগ্রামে পৌঁছে গেছেন, তবে তাদের সাথে ছিলেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কেন না, বাঁ-হাতি এই ওপেনার আগেই অবস্থান করছিলেন চট্টগ্রামে। গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পেসার তাসকিন আহমেদ। সিরিজ জয়ের আশা ছিল তার কণ্ঠে। তাসকিন সাংবাদিকদের বলেন, ‘ইনশাআল্লাহ ভালো সিরিজ হবে আশা করছি। ঈদের ছুটি কাটিয়ে ব্যাক ইন বিজনেস। আশা করছি, সবাই সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশায় খেলব ইনশাআল্লাহ।’ এদিকে সাদা বলের এই সিরিজ খেলতে গতকাল শনিবারই চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে আফগানদেরও। আগামী ৫ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানড ম্যাচ দিয়ে শুরু হবে সাদা বলের মাঠের লড়াই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত