আজ ঢাকায় আসছেন মার্টিনেজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আর্জেন্টিনার তিন যুগের অপেক্ষা ঘুচাতে ফ্রান্সের সামনে চীনের প্রাচির হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের প্রতি মুগ্ধতা ছড়িয়েছিল সুদূর বাংলাদেশি সমথর্কদের মাঝেও; যা অজানা নয় খোদ মার্টিনেজেরও। তাই ভারত সফরের আমন্ত্রণ পেয়ে নিজ থেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশে আসার জন্য। আজই ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভোর সাড়ে ৫টায় ঢাকায় পা রাখবেন আর্জন্টাইন তারকা। মার্তিনেজের সফরটি মাত্র কয়েক ঘণ্টার। সংক্ষিপ্ত সফরে তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্?মেদ পলক। এদিন বিকালেই কলকাতাগামী ফ্লাইট ধরবেন তিনি। আগামী ৪ ও ৫ জুলাই তার দুই দিনের কলকাতা সফর নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। অথচ মার্টিনেজের ঢাকা সফর নিয়ে নেই তেমন প্রচার-প্রচারণা! মার্টিনেজকে ঢাকায় আনছে একটি কোম্পানি। রোববার বিকেলে মার্টিনেজের ঢাকা সফরের ফান্ডেড প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার তাদের অফিসে এক অনির্ধারিত সংবাদ সম্মেলন করে।