ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌজন্য সাক্ষাৎ

আপনি আর্জেন্টিনার গৌরব মার্টিনেজকে প্রধানমন্ত্রী

আপনি আর্জেন্টিনার গৌরব  মার্টিনেজকে প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষের ভালোবাসার টানে মাত্র ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গতকাল সোমবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই আর্জেন্টাইন। হোটেল ওয়েস্টিনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অংশ নেন বাংলাদেশ সফরে তার স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের প্রোগ্রামে। দুপুর ২টার দিকে তিনি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই তারকা ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘আপনি সেই ব্যক্তি, যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।’ শেখ হাসিনা জানান, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং বাংলাদেশিরা এটির প্রতি অনুরাগী। ফুটবল ও অন্যান্য খেলাধুলার উন্নয়নে তার সরকার সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম নির্মাণ করছে। প্রধানমন্ত্রীর পরিবারও ক্রীয়ামোদি উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বাবা ও দাদা ফুটবল খেলতেন।’ কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস বিজয়ী এমিলিয়ানো গত বছর বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল ফ্যানবেস সম্পর্কে জানতে পেরে অভিভূত হয়েছিলেন। তিনি বলেন, ‘আমি এখানে এসে খুব খুশি এবং বাংলাদেশিদের মধ্যে ফুটবলের প্রতি আবেগের কথা জেনে আনন্দিত।’ মার্টিনেজ প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি উপহার দেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এর আগে মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মার্টিনেজকে বাংলাদেশের সমর্থকরা বাজপাখি বলে ডাকেন। সেই ‘বাজপাখি’ উপহার দেওয়া হয়েছে তাকে। এছাড়া পাটের তৈরি নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়। উপহারগুলো পেয়ে তিনি ভীষণ খুশি হন। আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’ বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’ মার্টিনেজ আবারও বাংলাদেশ আসতে চেয়েছেন। বাংলাদেশের ফুটবল ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। এখানে এসে ফুটবল খেলতে চেয়েছেন। বাংলাদেশে এসেই এমি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ঢাকা ছেড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সেখানে তিন দিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত