ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অপেক্ষায় জামাল ভূঁইয়া, চলে গেলেন মার্টিনেজ

অপেক্ষায় জামাল ভূঁইয়া,  চলে গেলেন মার্টিনেজ

ভারতের ব্যাঙ্গালুরুতে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল হায়দরাবাদ ও মুম্বাই হয়ে দুই ফ্লাইটে গতকাল সোমবার দুপুর সোয়া একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ফুটবলাররা। একই সময়ে বিমানবন্দরে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ সফরে আসা বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এ খবর জানার পর এমিকে একনজর দেখার জন্য বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু সেটি আর হয়নি। কিছু সময় অপেক্ষা করে হতাশ হয়ে জামালকে বের হয়ে যেতে হয় বিমানবন্দর থেকে। দেশে ফিরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে অন্য খেলোয়াড়রা নিজ নিজ গন্তব্যে চলে যেতে থাকলেও বিমানবন্দরেই রয়ে যান জাতীয় দলের অধিনায়ক। টিম অ্যাটেনডেন্ট মো. মহসীনকে নিয়ে মার্টিনেজকে দেখতে বর্হিগমনের দিকে যান। মার্টিনেজকে দূর থেকে দেখলেও বাংলাদেশের অধিনায়ক ফ্রেমবন্দি কিংবা পরিচয় হওয়ার সুযোগ পাননি। কেন না, মার্টিনেজ গাড়ি থেকে নামার পরই তাকে নিয়ে ভেতরে চলে যান সংশ্লিষ্টরা। যে কারণে আর দেখা করার সুযোগ পাননি জামাল। জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন ঘটনা বর্ণনায় জানান, ‘অনেকে চলে গেলেও জামাল ভাইয়ের মার্টিনেজের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি আমাকেও সঙ্গে নেন। আমরা অপেক্ষা করছিলাম এবং কয়েকজনকে বলেছি বাংলাদেশ দলের অধিনায়ক অপেক্ষা করছে। মার্টিনেজ গাড়ি থেকে নামার পরপরই তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়।’ বিমানবন্দরে উপস্থিত সংশ্লিষ্টদের মন্তব্য, সফর সংশ্লিষ্টরা একটু আন্তরিক হলেই দুই থেকে তিন মিনিটের জন্য মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়ার সাক্ষাৎ হতে পারত। এদিকে এমিলিয়ানো বাংলাদেশে এসেছেন কিন্তু সেটি নিয়ে ছিল না বাফুফের কোনো কার্যক্রম। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এ বিষয়ে কোনো ভ্রƒক্ষেপই ছিল না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত