ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তামিমকে নিয়ে আশার বাণী শোনালেন কোচ

তামিমকে নিয়ে আশার বাণী শোনালেন কোচ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কোমরের ইনজুরির কারণে খেলতে পারেননি তামিম ইকবাল। একদিন বাদেই ওয়ানডে সিরিজ? বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের বর্তমান অবস্থা কী? গতকাল সোমবার অনুশীলনের আগে সাংবাদিকদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আশার বাণী শোনালেও একটা ‘কিন্তু’ রেখে দিয়েছেন। তামিমের মেডিকেল ইতিহাস ঘাটাঘাটি করতে চান না- জানিয়ে প্রধান কোচ বলেছেন, তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ‘আমি কারো মেডিকেল হিস্ট্রি (ইতিহাস) নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দুই দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কী না, অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে’- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের এভাবেই বলেছেন হাথুরুসিংহে। প্রধান কোচের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর জহুর আহমেদের ড্রেসিং রুমের সামনের নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন তামিম। তার প্রতিটি ধাপ মেডিকেল বিভাগ হতে শুরু করে টিম ম্যানেজম্যান্ট পর্যবেক্ষণ করছেন। টেস্টের মতো ওয়ানডেতেও যদি তামিম শেষ পর্যন্ত খেলতে না পারেন তাহলে নেতৃত্ব কে দেবেন? যেখানে সময় আছে আর মাত্র একদিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত