আফগান সিরিজে তাদের বাজিয়ে দেখতে চান হাথুরুসিংহে

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে চট্টগ্রামে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। গেল দুই দিন গণমাধ্যম এড়িয়ে অনুশীলনের পর গতকাল সোমবার সাংবাদিকদের জন্য খুলে দেওয়া হয় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের গেট। তৃতীয় দিনের অনুশীলন শুরুর আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিরিজে নিজেদের পরিকল্পনার কথা জানান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামী অগাস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে এটিই বাংলাদেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। বিশ্বকাপের আগে থাকবে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের দলটিরই বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেশি। তাই পরীক্ষা-নিরীক্ষা কিছু করতে চাইলে এই সিরিজই শেষ সুযোগ। শ্রীলঙ্কান কোচ সেটি জানিয়ে রাখলেন। যদিও এটিকে তিনি পরীক্ষা বলছেন না, বরং বাজিয়ে দেখতে চান নিজেদের শক্তির গভীরতা। ‘আমরা কিছু ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এর মানে এমন নয়, পরীক্ষা-নিরীক্ষা করছি। আমরা কোচিং গ্রুপ ও নির্বাচকরা জানি যে, আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।’ হাথুরুসিংহে বলেন, ‘আমরা চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ইনজুরি বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দেওয়ার গভীরতা যাতে আমাদের থাকে। এটি ভাবনায় রেখে আমরা কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি।’ আফগানিস্তান সিরিজের ১৫ জনের দলে ম্যাচ খেলার সুযোগ পাওয়ার দাবি জানাতে পারেন আফিফ ও মোহাম্মদ নাঈম শেখ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১টি ৫০ ছোঁয়া ইনিংসে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করে প্রায় ২ বছর পর দলে ফিরেছেন নাঈম। একই লিগে মিডল-অর্ডারে ব্যাটিং করা আফিফ ১১০ স্ট্রাইক রেটে করেছেন ৫৫০ রান। দুজনের জন্যই একরকম আশার বার্তা দিয়ে রাখলেন হাথুরুসিংহে। ‘আমরা যখনই সুযোগ পাব, তাকে (নাঈম) একটি ম্যাচ দিতে চাই। (আফিফ খেললে) মিডল-অর্ডাওে খেলবে।’ নাঈম অবশ্য একাধিক ম্যাচ খেলারও সুযোগ পেয়ে যেতে পারেন। তামিম ইকবালের চোট নিয়ে শঙ্কা যে কাটেনি পুরোপুরি! গত মাসে কোমরের চোটে আফগানিস্তানের বিপক্ষে টেস্টখেলতে না পারা ওয়ানডে অধিনায়ককে এখনো রাখা হয়েছে পর্যবেক্ষণে। ‘আমি এখানে কারো মেডিকেল ইতিহাস নিয়ে আলোচনা করব না। তবে সে (তামিম) গত দুই দিন অনুশীলন করেছে। সে এখন পর্যন্ত ভালো। আমরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনুশীলনের পর কেমন বোধ করে, তা দেখছি।’ শেষ পর্যন্ত তামিম যদি খেলতে না পারেন, তাহলে নতুন অধিনায়কও খুঁজে নিতে হবে বাংলাদেশকে। একমাত্র টেস্টে সাকিব আল হাসানের চোটে স্বাভাবিক প্রক্রিয়ায়ই এই দায়িত্ব পান সহ-অধিনায়ক লিটন দাস। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের নেই কোনো সহ-অধিনায়ক। তবে দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাসম্পন্ন অনেকে থাকায় এটি তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ। ‘আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু (তামিমের অনুপস্থিতি) হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’ কয়েকজনকে দেখার ইচ্ছার কথা জানানোর পাশাপাশি ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের জন্যও দুয়ার খোলা রাখার বার্তা দিয়েছেন হাথুরুসিংহে। এই টুর্নামেন্টের দলে ডাক পেয়েছেন জাতীয় দল থেকে ছিটকে পড়া সৌম্য সরকার, শেখ মেহেদি হাসানরা। চলতি মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে দুর্দান্ত কিছু করতে পারলে বিশ্বকাপের জন্যও বিবেচনায় আসার সুযোগ থাকছে বলে জানিয়ে রাখলেন হাথুরুসিংহে।