ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছোটনের পদত্যাগপত্র গ্রহণ বাফুফের

ছোটনের পদত্যাগপত্র গ্রহণ বাফুফের

এক মাসেরও বেশি সময় পর জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ২৮ মে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছোটনের পদত্যাগপত্র গ্রহণের কথা জানায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির সঙ্গে কিছু বিষয়ে ছোটনের টানাপড়েন ছিল। যদিও ছোটন বাফুফেকে দেওয়া পদত্যাগপত্রে বিশ্রাম ও পরিবারকে সময় দেওয়ার বিষয় উল্লেখ করেছিলেন। পদত্যাগপত্র পাওয়ার পর বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কয়েকবার ছোটনকে কাজে ফেরার অনুরোধ জানিয়েছিলেন। ছোটন তার অবস্থানেই অনড় ছিলেন। এক মাসের বেশি সময় ছোটনকে ফেরাতে ব্যর্থ হয়ে তার পদত্যাগপত্র গ্রহণ করতে অনেকটা বাধ্যই হয়েছে বাফুফে। সাবেক ফুটবলার ছোটন ২০০৬ সালে প্রশিক্ষক হিসেবে বাফুফেতে যোগদান করেন। ২০০৯ সাল থেকে জাতীয় ও বয়সভিত্তিক নারী দল নিয়ে ছোটনের কাজের শুরু। তার অধীনে ২০১৪ সাল থেকে বাংলাদেশ বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে শুরু করে। গত বছর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনারা তার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়। গত বছর সাফ চ্যাম্পিয়নের ৯ মাস পর সাবিনারা আগামী সপ্তাহে আবার ম্যাচ খেলতে নামবেন। ১৩ ও ১৬ জুলাই কমলাপুর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ছোটনের পরিবর্তে ডাগআউটে দাঁড়াবেন কে- এই বিষয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘দুই-তিন দিন পর এই বিষয়ে বলতে পারব। কোচ নিয়ে আমরা কাজ করছি।’ সাবিনাদের প্রধান কোচ ছোটন হলেও ২০১৬ সালের পরথেকে মূলত নিয়ন্ত্রণ করেছেন ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। তিনি ছুটিয়ে কাটিয়ে আগামীকাল ফিরবেন। তিনি ফিরলেও সাবিনাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ছোটনের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর অধীনেই এই দুই ম্যাচের দায়িত্ব পড়তে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত