পরিবেশ আইন লঙ্ঘন

মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে নেইমারকে

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

রিও ডি জেনেইরোতে সমুদ্রসৈকতের সামনে বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করতে গিয়ে একাধিক পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত নেইমার। শেষ পর্যন্ত বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে পিএসজি তারকাকে। ৩৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (১ কোটি ১০ লাখ ব্রাজিলিয়ান হেইয়াস) জরিমানা দিতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৬ কোটি টাকার কাছাকাছি। গত সোমবার শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। তারা জানায়, ‘১ কোটি ৬০ লাখ রিয়ালের বেশি জরিমানা করা হয়েছে।’ এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার। প্রাথমিকভাবে তাকে ৫০ লাখ রিয়াল জরিমানা করা হয়েছিল। নেইমারের এক মুখপাত্র এটি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রিও ডি জেনেইরোর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মানগারাতিবারতে বিলাসবহুল এই প্রাসাদ গড়ে তুলছেন নেইমার। ২০১৬ সালে তিনি এই জায়গা কিনেছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। আড়াই একর জায়গাজুড়ে এই বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরো অনেক কিছুই আছে। দিন দশেক আগে বাড়িটির নির্মাণকাজ বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় পরিবেশ বিভাগের যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় তখন। এই বাড়িটি পরিষ্কার পানি, পাথর ও বালির ব্যবহার ও প্রবাহ বাধাগ্রস্ত করা সম্পর্কিত আইন লঙ্ঘন করেছে বলে সেই সময় বিবৃতিতে জানানো হয়। মানগারাতিবার পরিবেশ কর্তৃপক্ষ জানায়, এই বাড়িতে একটি কৃত্রিম লেক তৈরি করতে গিয়ে পরিবেশ আইন ভঙ্গ করা হয়েছে। এই অভিযোগের সর্বনিম্ন শাস্তি ছিল ৫০ লাখ ব্রাজিলিয়ান হেইয়াস। কিন্তু আইন ভঙ্গের মাত্রা গুরুতর হওয়ায় নেইমারের জরিমানা হয়েছে তিন গুণেরও বেশি। নেইমার পার পাচ্ছেন না শুধু এই জরিমানা দিয়েই। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরো বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও। বর্তমানে নেইমার মাঠের বাইরে। মার্চে দোহায় তার গোড়ালির অস্ত্রোপচার হয়। ফেব্রুয়ারি থেকে তাকে খেলতে দেখা যায়নি। এখন গুঞ্জন চলছে, পিএসজি আর তাকে রাখছে না।