ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান পাকিস্তানি আমির

ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান পাকিস্তানি আমির

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দ্বৈরথ দেখতে গোটা বিশ্ব মুখিয়ে থাকে। কিন্তু রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ক্রিকেটবিশ্ব বঞ্চিত সবচেয়ে আকর্ষণীয় মহারণ থেকে। বৈরিতা এতটাই গড়িয়েছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। ২০০৮ সালে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে এর মাঝেও দিব্যি আইপিএল খেলে যাচ্ছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। একজনকে নিয়ে তো রীতিমতো কাড়াকাড়ি চলে ফ্র্যাঞ্চাইজিদের। অলরাউন্ডার মঈন আলী। জন্ম বার্মিংহামে হলেও তার পূর্বপুরুষরা ছিলেন পাকিস্তানের আজাদ কাশ্মীরের বাসিন্দা। মঈনের বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও উর্দু এবং পাঞ্জাবিতে ভালোই পারদর্শী তিনি। ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুবাদে সুযোগ পাচ্ছেন আইপিএল খেলার। এছাড়া ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলা একমাত্র পাকিস্তানি ক্রিকেটার আজহার মাহমুদ। এবার তারই পথ ধরে হাঁটার পরিকল্পনা পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের। ২০২৪ সালে ব্রিটিশ পাসপোর্ট পেতে যাচ্ছেন আমির। ব্রিটিশ নাগরিক ও আইনজীবী নার্জিস খানকে বিয়ের সুবাদে এই সুবিধা পাচ্ছেন তিনি। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সুযোগ উঁকি দিতেই আইপিএলে খেলার লক্ষ্য ঠিক করেছেন আমির। ২০১০ সালে লর্ডসে ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ হওয়া এই পেসার অবশ্য ইংল্যান্ডের হয়ে খেলবেন না। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে পাকিস্তানের জার্সিতে প্রত্যাবর্তন হওয়া আমির ধাপে ধাপে এগোতে চান। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানি গতির তারকা বললেন, ‘প্রথমে বলে নেই, আমি ইংল্যান্ডের হয়ে খেলব না। আমি পাকিস্তানের সঙ্গে খেলেছি। দ্বিতীয় কথা হচ্ছে, (আইপিএল) শুরু হতে এখনও এক বছর বাকি। ওই সময় কী হয়... আমি সবসময় বলি যে ধাপে ধাপে এগোব। কাল কী হবে আমরা কেউ জানি না এবং আমি আইপিএলে খেলার চিন্তাভাবনা শুরু করব ২০২৪ সালে। যখন আমি আমার পাসপোর্ট পাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত