ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রোমান সানা ও দিয়া সিদ্দিকী

মাঠের জুটি থেকে জীবনসঙ্গী

মাঠের জুটি থেকে জীবনসঙ্গী

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে জাতীয় ক্যাম্পে এসে আর্চার রোমান সানার সঙ্গে পরিচয় হয় দিয়া সিদ্দিকীর। খেলার মাঠে সেই পরিচয় থেকে ভালো লাগা। অতপর ৩ বছরের ভালোবাসার সম্পর্ক গড়িয়েছে বিয়েতে। খেলার মাঠে জুটি বেঁধে বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে স্বর্ণ-রৌপ্য জিতিয়েছেন তারা। দিনে দিনে দিয়া সিদ্দিকী হয়ে উঠেছেন দেশের আর্চারির পোস্টার গার্ল আর রোমান সানা হয়েছেন আর্চারির পোস্টার বয়। তীর-ধনুক হাতে জুটিবদ্ধ হয়ে অর্চারিতে সাফল্যের লক্ষ্যভেদের পর এবার জীবন জয়ের লক্ষ্যভেদে গাঁটছড়া বাঁধলেন বাংলাদেশের দুই সফল তীরন্দাজ। গত মঙ্গলবার নীলফামারী শহরের আশা কমিউনিটি সেন্টারে পারিবারিক আবহে অনুষ্ঠিত হয়েছে দিয়া সিদ্দিকীর গায়ে হলুদ অনুষ্ঠান। শুরুতে একঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল মুখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন দিয়া। তার পরনে হলুদ রঙের পোশাক। চোখে-মুখে উচ্ছ্বাসের আভা। ব্যাকগ্রাউন্ডে বাজছিল গান। সেই গানের সঙ্গে নেচে ও ঠোঁট মিলিয়ে গায়ে হলুদের মঞ্চে উঠতে দেখা গেছে দিয়াকে। গতকাল বুধবার দুপুর ২টা ২০ মিনিটে নীলফামারীর আশা কমিউনিটি সেন্টারে ধুমধামের সাথে তাদের বিয়ে সম্পন্ন হয়। উভয় পরিবারের সম্মতিক্রমে ৫ লাখ ১০১ টাকা দেনমোহর নির্ধারণ করে কনের হাত, কান ও গলার স্বর্ণ বাবদ ২ লাখ টাকা নগদ পরিশোধ করে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় উভয় পরিবারের আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি আনিছুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজিব আহমেদ চপ্পল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরণ কোচ মার্টিন ফ্রেডরিক, ট্রেনার ফারুক ঢালিসহ আর্চারি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিয়ার বাবা নূর আলম সিদ্দিকী নীলফামারী জেলা সদরের বাসিন্দা ও একটি বেসরকারি টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি। তিন ভাইবোনের মধ্যে দিয়াই বড়। মেয়ের পছন্দের মানুষকে তার জীবনসঙ্গী করতে পারার আনন্দ ছিল বাবার চোখেমুখে। তিনি বলেন, তাদের পছন্দে পরিবারের সিদ্ধান্তে এ বিয়ে হচ্ছে। নূর আলম সিদ্দিকী বলেন, ‘তাদের (দিয়া-রোমান) কাছে আমার প্রত্যাশা অনেক বড় যেহেতু তারা খেলোয়াড়। আমার প্রত্যাশা, তারা যেন অলিম্পিক জয় করে বাংলার বিজয়টা ছিনিয়ে আনতে পারে। আর বিয়েতে সব বাবা-মায়ের মন খারাপ থাকে থাকাটাই স্বাভাবিক। তারপরও মেয়েকে দিতে হয় বিদায়। কষ্ট হলেও মেয়েকে বিদায় দিতে হচ্ছে। দেশবাসীর কাছে আশা তাদের বিবাহোত্তর শুভকামনা ও তাদের প্রতি যেন দোয়া থাকে। তারা যেন সত্যিকারে সুখী দাম্পত্য জীবন গড়তে পারে সেজন্য সবাই দোয়া করবেন।’ দিয়া সিদ্দিকী বলেন, ‘আমি সবসময় আমার ব্যক্তিজীবনকে আমার ক্যারিয়ার থেকে দূরে রেখেছি। বিয়ের পরও ইনশাআল্লাহ তাই হবে। আমরা দুজনে জুটি হয়ে আগে যেমন পারফরম্যান্স করেছি, বিয়ের পরও করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন।’ দিয়া আরো বলেন, ‘আসলে প্রথম দিকে যখন পরিচয় হয় আমি উনাকে (রোমান সানা) ভাইয়া বলেই জানতাম। পরে যখন উনি প্রস্তাব দিলেন তখন একটা সম্পর্ক হয়ে গেল। তার ব্যবহার, চলাফেরা আমারও ভালো লাগল- এই আরকি। সবাই দোয়া করবেন।’ রোমান সানা বলেন, ‘এটা সত্যি যে প্রেমের প্রস্তাবটি আমিই প্রথম দিই। সবমিলিয়ে আজ পরিণয়। ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল বলেন, দিয়া-রোমানের বিষয়টি আমরা আগে থেকেই জানতাম। আমরা শুধু চেয়েছিলাম তারা আরো ভালো কিছু করুক। আজ তারা এক হয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। আশা করি, তার দুজনে এক হয়ে দেশের জন্য আরো ভালো কিছু আনবে। দিয়ার জন্য পরামর্শ থাকবে, সে যেন কখনো আর্চারি না ছাড়ে।’ বর্তমানে রোমান আনসারে ল্যান্স নায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছরই যোগ দিয়েছেন আনসারে। নীলফামারী জেলা সদরে উকিলের মোড়ে দিয়াদের বাড়ি। দিয়া খেলার মতো পড়াশোনাতেও সফল। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবিশাল ক্যারিয়ার সামনে রেখে আগেই জীবনের আরেকটি ইনিংস শুরু করলেন দিয়া। ২০১৭ সালে আর্চারিতে নাম লেখান দিয়া। এরপর একে একে সফলতা বয়ে আনেন দেশের জন্য। ২০২১ সালের ২৩ মে তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দল বিভাগে রৌপ্যপদক জয় করেন দিয়া। যেখানে ফাইনালে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হেরে যায়। এটি এখন পর্যন্ত তিরন্দাজি বিশ্বকাপে বাংলাদেশের সেরা ফলাফল। এদিকে ২০১০ সালে তিরন্দাজিতে অভিষেক হয় সানার। একই বছর তিনি তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৩ সালের বাংলাদেশ গেমসে রিকার্ভ একক ও দলগততে স্বর্ণ জয় করেন। ২০১৪ সালে প্রথম এশিয়ান আর্চারি গ্রাঁ প্রি এবং ২০১৭ সালে কিরগিজস্তানে আন্তর্জাতিক আর্চারি টুর্নামেন্টে তিনি স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালের ১৩ জুন বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিম ও-জিনকে পরাজিত করেন সানা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত