মেয়েদের প্রীতি ম্যাচে বিদেশি রেফারি!

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

নেপালের বিপক্ষে ফিফা টায়ার-১ দুটি প্রীতি ম্যাচে দুজন বিদেশি রেফারি পরিচালনা করবেন। ১৩ ও ১৬ জুলাই নেপালের বিপক্ষে এই দুটি প্রীতি ম্যাচ খেলবেন সাবিনা খাতুনরা। দুই ম্যাচে ভারত ও ভুটান থেকে আসছেন দুজন রেফারি। আগে স্বাগতিক দেশের রেফারিরাই ম্যাচ পরিচালনা করতেন। তবে সম্প্রতি নিরপেক্ষ রেফারির বিষয়ে ফিফা নিয়ম পরিবর্তন করেছে। দেশের মাটিতে সাবিনাদের ফিফা প্রীতি ম্যাচে বিদেশি রেফারির ঘটনা প্রথম ঘটতে যাচ্ছে। ভারত ও ভুটান দুই দেশ থেকে যথাক্রমে একজন করে রেফারি ও সহকারী রেফারি ১১ জুলাই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। চারজনই নারী রেফারি। দুটি ম্যাচই বিকাল সাড়ে ৫টায় কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সরাসরি সম্প্রচার নিয়ে কথা বলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।