ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তামিমের অবসরে ফেসবুকে স্ট্যাটাসের ঝড়

তামিমের অবসরে ফেসবুকে স্ট্যাটাসের ঝড়

একজন লেখেন ‘তামিম ক্রিকেটে ফিরে এসো, বিশ্বকাপ ক্রিকেটে তোমাকে চাই’। আরেকজন ছড়া কেটে লিখলেন- ‘কে দিয়েছে এত বেশি তামিম তোমার মতো! অভিমানে ফুরিয়ে গেলে মাথা করে নত’। আরেকজন লেখেন, ‘তামিম তোমাকে ভুলব না’। এ ধরনের অসংখ্য স্ট্যাটাস ছিল ফেসবুকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর ফেসবুকে শুরু হয় তামিমকে নিয়ে নানা ট্যাটাস দেয়া। সংবাদ সম্মেলনে এই ঘোষণার সময় বার বার কান্নায় ভেঙে পড়েন তিনি। আর এই কান্নার ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর একের পর এক স্ট্যাটাস দেয়া হচ্ছে ফেসবুকে। তামিম ইকবালের ক্রিকেট ছাড়ার আবেগতাড়িত ঘোষণা অনেককে আবেগতাড়িত করেছে। বেশিরভাগই তামিমকে আবার ক্রিকেটে ফিরে আসার আহবান জানিয়েছেন। আবার হঠাৎ ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তের পেছনে কে দায়ী বা কারো আচরণে ক্ষুব্ধ হয়ে তামিম এই সিদ্ধান্ত নেন তা নিয়ে নানা জন নানা ধরনের মতামত তুলে ধরেন। বিশেষ করে তামিম চট্টগ্রামের ছেলে হওয়ায় এই এলাকার ক্রিকেট প্রেমিরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন তা স্ট্যাটাস দেখেই বুঝা যাচ্ছে। কেউ কেউ ক্ষোভ ঝাড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি। গত বুধবার রাতে গণমাধ্যম কর্মীরা একটি ক্ষুদে বার্তা পান মোবাইল ফোনে। সেখানে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করার কথা জানানো হয়। তবে কেউ বিশ্বাস করেননি তামিম অবসরের ঘোষণা দেবেন। বৃহস্পতিবার দুপুরে সেই ঘোষণা শুনে গণমাধ্যম কর্মীরাও বিস্মিত হন। তামিম ইকবালের হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণার পর অনেকে মনে করেন তিনি হয়তো অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন। সেই ঘোষনাই আসতে পারে। সেই হোটেলের নির্ধারিত সময়ের ২০ থেকে ২৫ মিনিট আগেই হাজির হন তামিম। হাজির হওয়ার ৭ থেকে ৮ মিনিটের মধ্যেই তার বক্তব্য উপস্থাপন শুরু করেন। কথা বলার মধ্যে অন্তত চারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। তার কান্না দেখে অনেকে ক্ষণনকের জন্য আবেগতাড়িত হয়ে পড়েন। সংবাদ সম্মেলনের শুরুর ঘোষণাতেও স্পষ্ট কিছু ছিল না। দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের কথা জানানো হয়, স্থানের নাম উল্লেখ না থাকলেও অনেকেই ধরে নেন পাঁচ তারকা হোটেল হোটেল রেডিসন ব্লুতেই হবে। বেলা পৌনে ১২টার গণমাধ্যম কর্মীরা নিশ্চিত হন সংবাদ সম্মেলন নগরীর হোটেল টাওয়ার ইনে হচ্ছে। তাও দুপুর ১২টার পরিবর্তে দুপুর দেড়টায়। নির্ধারিত সময়ের ২০ থেকে ২৫ মিনিট আগেই হাজির হন তামিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত