কোরিয়া গেলেন তিন তায়কোয়ান্দো কোচ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

কয়েকদিন আগেই থাইল্যান্ডের ব্যাংকক থেকে পাঁচটি স্বর্ণসহ ১৮টি পদক জিতে দেশে ফিরেছেন তায়কোয়ান্দোকারা। এবার পালা প্রশিক্ষকদের। আন্তর্জাতিক মাস্টার অ্যান্ড পুম/ড্যান এক্সামিনার কোর্সে অংশ নিতে দক্ষিণ কোরিয়া গেলেন তিন তায়কোয়ান্দোকা। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে রওয়ানা হয়েছেন তারা। কোর্সে যাওয়া সদস্যরা হলেন- প্রধান প্রশিক্ষক আবদুল্লাহ আল নোমান, উজ্জ্বল কুমার দেব ও নুর উদ্দিন হোসেন। ৭ থেকে ১৪ জুলাই সিউলের গ্যাংনামে তায়কোয়ান্দোর হেড কোয়ার্টারে অনুষ্ঠিত হবে এই কোর্স।