দিয়াবাতে ঝলকে বড় জয় মোহামেডানের

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ঈদের ছুটি কাটিয়ে ঘরোয়া ফুটবলে ফের মাঠে নেমেছে ফুটবলাররা। ফিরেই বড় জয় পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপের পর এবার প্রিমিয়ার লিগেও সুলেমান দিয়াবাতে ঝলক। হ্যাটট্রিক করলেন। এক ম্যাচ পরেই মোহামেডানকে বড় ব্যবধানে জয়ের ধারায় ফেরালেন মালির এই ফরোয়ার্ড। শুক্রবার কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক দিয়াবাতের হ্যাটট্রিকের সুবাদে উত্তরা আজমপুর ফুটবল ক্লাবকে ৬-০ গোলে হারিয়েছে সাদা কালোরা। দলের হয়ে বাকি তিনটি গোল করেন নাইজেরিয়ান সানডে এমানুয়েল, সানোয়ার হোসেন ও শাহরিয়ার ইমন। গত ৩০ মে এই মাঠেই ফেডারেশন কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনী লিমিটেডকে টাইব্রেকারে হারিয়ে ১৪ বছর পর এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল মোহামেডান। তবে লিগে ফিরেই তারা চ্যাম্পিয়ন কিংসের কাছে হেরেছিল। এক ম্যাচ পরেই আবার জয়ের ধারায় ফিরেছে সাদা কালোরা। এই জয়ে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ ¯’ানেই রয়েছে মোহামেডান। সমান ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে অবনমনের শংকায় আজমপুর ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হয়ে গেছে আগেই। তাই শিরোপা প্রত্যাশী অন্য ক্লাবগুলো চোখ এখন তৃতীয় স্থানে। নিজেদের শেষ তিনটি ম্যাচে জয় পেলে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করার সুযোগ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। তবে সেই লড়াইয়ে টিকে থাকতে পারেনি ধানমন্ডির ক্লাবটি। কাল তারা ৩-১ গোলে হেরেছে কিংসের কাছে। ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে শেখ জামাল। অন্যদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জামাল ৩-১ গোলে হেরে যায় কিংসের কাছে। ঢাকার অভিজাত এলাকার এক মাঠে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলে হারায় ফর্টিস এফসিকে। এই জয়ে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গোলগড়ে মোহামেডানের পড়েই রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে ফর্টিজ এফসি।