নিরবতা ভেঙে বন্ধু তামিমকে নিয়ে আবেগঘন বার্তা সাকিবের

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

একটা সময় সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের গলায় গলায় পিরিত ছিল। খবরের কাগজে ছাপা হতো দুই বন্ধুর হাস্যোজ্জ্বল ছবি। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবির দেখা মেলে। কিন্তু গত কয়েক বছর ধরেই গুঞ্জন দুজনের দূরত্ব নিয়ে। শোনা যাচ্ছিল কেউ নাকি করো সঙ্গে কথা বলেন না। এরমধ্যেই গত বৃহস্পতিবার হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু এই ড্যাশিং ওপেনারের বিদায় মেনে নিতে পারছেন না তার অনেক সতীর্থ। মাশরাফি থেকে মুশফিক, মাহমুদউল্লাহ, সবাই তামিম ইস্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন। তবে সারা দিন পার হয়ে গেলেও এই ইস্যুতে কথা বলেননি সাকিব আল হাসান। অবশেষে নিরবতা ভেঙে বন্ধু ও প্রিয় সতীর্থকে নিয়ে মুখ খুললেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। গতকাল শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটে তামিমের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে পোস্ট করেন সাকিব। তামিমকে উদ্দেশ্য করে দেয়া বিদায়ী বার্তায় বয়সভিত্তিক জাতীয় দলে দুজনের একসঙ্গে পথ চলা শুরুর স্মৃতিচারণ করেছেন সাকিব, ‘২০০৩ সালে বাংলাদেশের জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমরা একসঙ্গে আমাদের প্রথম পদক্ষেপটি নিয়েছিলাম। আর ২০ বছর ধরে একটি শক্তিশালী বন্ধন ও বন্ধুত্ব গড়ে তোলার জন্য আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসঙ্গে ভাগ করে নিয়েছিলাম।’ তার মতে, তামিমের কাছ থেকে অনেকে পেয়েছেন অনুপ্রেরণা, ‘বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা আরো অনেকের মতো অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ ও আগ্রাসন আরো অনেককে অনুপ্রাণিত করতে সাহায্য করেছে।’ বাংলাদেশের হয়ে খেলার সময় তাদের নিজেদের মধ্যে যে গভীর আস্থা ও নির্ভরশীলতা থাকত, সে বিষয়টি তুলে ধরেছেন সাকিব, ‘আমরা একে অপরকে বিশ্বাস করেছি এবং একই লক্ষ্য অর্জনের জন্য একে অপরের শক্তির উপর নির্ভর করেছি- সেটা হলো আমাদের দেশের জন্য জয়লাভ করা।’ বাংলাদেশের ইতিহাসের সফলতম ব্যাটার তামিমকে নিয়ে গর্বের কথা বলেছেন সাকিব, ‘তোমার রান ও রেকর্ডগুলো তাদের নিজেদের হয়েই কথা বলে এবং সতীর্থ হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে তুমি যা কিছু অর্জন করেছ, সেটার জন্য আমরা অত্যন্ত গর্বিত।’ লাল-সবুজ জার্সিতে তামিমের সঙ্গে আর খেলতে না পারাটা অদ্ভুত ব্যাপার হবে তার জন্য, ‘তোমার সঙ্গে আর মাঠের মাঝে না থাকাটা অদ্ভুত হবে... কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তখন তোমার শিখা আমাদের সবার ভেতরে জ্বলবে।’ তামিমের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘তুমি তোমার আগামী জীবনে সীমানা ছাড়িয়ে ছক্কা হাঁকাতে থাকো এবং প্রিয়জনদের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ করো।’