তামিমকে ঘিরে একের পর এক প্রশ্নে বিরক্ত লিটন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এতে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। তবে একদিনের ব্যবধানে আফগানিস্তান সিরিজের অবশিষ্ট দুই ম্যাচের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক লিটন দাস নেতৃত্ব দেবেন সিরিজের বাকি দুই ম্যাচে। গতকাল শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন চলাকালীন লিটনের নাম ঘোষণা করা হয়। এর আগে তাকে এই সিরিজের জন্য সহ-অধিনায়ক করা হয়েছিল। বিসিবির ঘোষণার মিনিট কয়েকের মধ্যে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন। অধিনায়ক হিসেবে প্রেসমিটে এসে তামিমকে ঘিরে একের পর এক প্রশ্নে একপর্যায়ে বিরক্তি প্রকাশ করে উঠেও যেতে চাইলেন তিনি। লিটন জানান, গত বৃহস্পতিবার তামিমের অবসরের খবর তারা জেনেছেন দুপুর একটার দিকে, এর আগে তাদের কাছেও ছিল না এমন কিছুর আভাস। তবে এমন আকস্মিক ঘটনার প্রভাবও দলের উপর পড়বে না বলেও জানান তিনি। অধিনায়কত্ব নিয়ে কোচ চাপ আছে? প্রশ্ন থামার সঙ্গেই লিটন দাস বলে দিলেন, ‘না ভাইয়া, চিল, চিল।’ বাংলাদেশের ক্রিকেটে তামিমের অনেক অবদানের কথা জানিয়ে আগের দিন ফেইসবুকে পোস্ট করেন লিটনও। তবে তিনি না থাকায় তাকে মিস করবেন কি না এমন প্রশ্নে লিটন তুলে ধরলেন কিছু বাস্তবতা ‘(তামিম ভাইকে মিস করার কথা) বলাটা খুব কঠিন। আমি আজকে আছি, কালকে ইনজুরি হয়ে গেলে কিন্তু বাংলাদেশ আমাকে মিস করবে না। এটাই স্বাভাবিক। সামনের দিকে যাওয়ার পথে নতুন ক্রিকেটাররা আসতে থাকবে। একটা সময় তারা আসবে, বা আমরা চলে যাব। এটা হতেই থাকবে। অবশ্যই উনি যদি থাকতেন ভালো হতো, নাও হতে পারত। এখন যেহেতু নেই, এটা নিয়ে কথা বলার দরকার নেই, আমার মনে হয়।’ পরে আরেক প্রশ্নের জবাবে অনুরোধ করলেন তামিমের অবসর প্রসঙ্গ থেকে বেরিয়ে আসতে, ‘যেহেতু আগামী কালকে ম্যাচ, আমরা যদি এই বিষয়ে কথা না বলি ভালো হয়। আমরা এখনো একটা ম্যাচ পিছিয়ে আছি, আফগানিস্তান আমাদের চেয়ে এগিয়ে আছে। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো, আগামীকালকে কীভাবে জিততে পারি। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে। বড় ভাইও কিন্তু একটা জিনিস বলে গেছে, সব কিছুর আগে দল। উনি কিন্তু যেতে যেতে এই কথাটাই বলে গেছেন, আমরা দলের জন্য খেলি, দলই সবার আগে।’ তিনি অনুরোধ করলেও ঘুরেফিরে আবার এলো তামিম প্রসঙ্গ। তামিমকে সতীর্থরা আলাদাভাবে বিদায় জানাবেন কি না এমন প্রশ্নে বিরক্ত হয়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন তিনি, ‘সংবাদ সম্মেলনটা কি আগামীকালের কিছু নিয়ে হচ্ছে? তা না হলে লিটন দাসের এখানে থাকার দরকার নেই। বোর্ড সভাপতি বা কোচকে এখানে ডাক দেন।