ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বার্সেলোনাকে ফাঁকি দিয়ে রিয়াল মাদ্রিদে ‘তুরস্কের মেসি’

বার্সেলোনাকে ফাঁকি দিয়ে রিয়াল মাদ্রিদে ‘তুরস্কের মেসি’

বয়সটা মাত্র ১৮ পেরিয়েছে। কিন্তু এরই মধ্যে ইউরপের সব হেভিওয়েট ক্লাবের নজরে পড়েছেন তুরস্কের ক্লাব ফেনারবাচের এক তরুণ। যাকে আবার ‘নতুন মেসি’ নামও দিয়ে দিয়েছেন অনেকেই। সেই আর্দা গুলারেকে দলে ভেরানো নিয়ে শুরু হয় ত্রিমুখী লড়াই। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে টেক্কা দিতে এসি মিলানও যোগ দেন সেই লড়াইয়ে। তবে কাতালান জায়ান্টদের সঙ্গে মৌখিক চুক্তি একপ্রকার পাকাপাকি হয়ে যাওয়ার পরও রিয়াল মাদ্রিদের সাদা জার্সি বেছে নিয়েছেন তুরস্কের বিস্ময় বালক গুলারে। ফেনেরবাহচে থেকে ২ কোটি ইউরোর বিনিময়ে ৬ বছরের জন্য রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এ তরুণ ফুটবলার। মেডিকেল টেস্টের জন্য তিনি এরইমধ্যে মাদ্রিদে আসার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন ইতালির প্রখ্যাত ক্রিড়া সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো। সেখানেই যাবতীয় কাগজপত্রে স্বাক্ষর করবেন তিনি। ফেনেরবাহচের প্রেসিডেন্ট আলী কোক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আর্দা এ মৌসুমেই ক্লাব ছাড়বে- আমি নিশ্চিত করছি। সে চলে যাচ্ছে, কারণ তার ইচ্ছা ক্লাব ছাড়া।’ ‘আরো এক বছর তাকে ক্লাবে রেখে দিতে আমরা অন্য পদ্ধতি নিয়েছিলাম। কিন্তু সে এই মুমূর্তে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ আর্দা গুলেরের জন্য ক্লাবটির রিলিজ ক্লস ছিল ১ কোটি ৭৫ লাখ (১৭.৫ মিলিয়ন) ইউরো। তবে রিয়াল মাদ্রিদ তার জন্য ২ কোটি ইউরোর প্রস্তাব দেয়। গত মাসে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পাওয়ার পর থেকেই গুলেরকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগে যান কাতালান ক্লাবটির সাবেক খেলোয়াড় দেকো। তুরস্কের ক্লাবটির রিলিজ ক্লসের শর্ত পূরণে সম্মত হয়ে বার্সেলোনার স্পোর্টিং প্ল্যান বোঝালে দেকোর প্রস্তাবে রাজি হন গুলের। আর্থিক সংকটে জর্জরিত বার্সেলোনার পরিকল্পনা ছিল, একবছর ধারে ফেনেরবাহচেতে রেখে গুলেরকে ২০২৪-২৫ মৌসুমে দলে টানবে ক্লাবটি। তবে খেলোয়াড় বিক্রি করে বেতন কাঠামোতে যথেষ্ট জায়গা করতে পারলে এ মৌসুমেই তাকে বার্সেলোনায় নিয়ে যেতে চেয়েছিল ক্লাবসংশ্লিষ্টরা। এ বিষয়ে ফেনেরবাহচে ও গুলেরের সঙ্গে কথাও একপ্রকার পাকাপাকি হয়ে ছিল। তবে বার্সেলোনার সঙ্গে লিখিত কোনোকিছু না হওয়ায় রিলিজ ক্লসের চেয়েও বেশি মূল্য অফার করে রিয়াল মাদ্রিদ। এছাড়া ভবিষ্যৎ বিক্রির ২০ শতাংশ কমিশন দেয়ার প্রস্তাবও দেয় তারা। পরে বার্সেলোনা কর্তৃপক্ষ এখনই গুলেরকে কিনতে পারবে কি না- জানতে চেয়ে খবর পাঠালে ক্লাবটির পক্ষ থেকে ‘না’ সূচক জবাব আসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত