প্রধানমন্ত্রীকে ‘না’ বলা অসম্ভব বললেন তামিম

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এরপর তিনি নিজেও স্বীকার করেছেন প্রধানমন্ত্রীকে ‘না’ বলা সম্ভব নয়। নাজমুল হাসান পাপন যখন তামিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন, তখন মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে প্রধানমন্ত্রী এই ওপেনারকে গণভবনে ডাকেন। এরপরই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ভক্তদের চাওয়া পূর্ণ করে মাস খানেকের বিশ্রাম শেষে ক্রিকেটে ফেরার কথা জানান তামিম। পরবর্তী সময়ে স্ত্রী আয়েশা ইকবাল ও প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি যুক্ত করে নিজের ফেইসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’ প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ (শুক্রবার) দুপুরে আমাকে প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি; কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’