টি-টোয়েন্টি সিরিজ

ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশের মেয়েরা

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ও ভারতের নারী ক্রিকেট দল একাধিকবার মুখোমুখি হয়েছে। সেগুলো ছিল কেবল মহাদেশীয় বা বৈশ্বিক প্রতিযাগিতা। তবে দুই দলের মধ্যে প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ হতে যাচ্ছে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে নামছে টাইগ্রেসরা। নারী ক্রিকেটে ভারতের বিপক্ষে কখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে ইতিহাস গড়তে চান স্বাগতিকরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লাল সবুজ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেছেন, ‘প্রথমত দেখেন, অনেকদিন পর আমাদের এখানে খেলা, আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছে। কারণ আমরা জানি যতই ভালো ক্রিকেট খেলি, যদি জিততে না পারি সেক্ষেত্রে সেই ভালোটার মর্ম থাকে না।’ তিনি বলেন, ‘এই ‘মোমেন্টামটা পিক করার জন্য অপেক্ষা করে আছি। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ হারছি। হয়তো দেখা যাচ্ছে, একটা ম্যাচ জিততেছি। আমরা চাচ্ছি ধারবাহিকভাবে ভালো খেলার। এতে জেতার হারটা বেড়ে যায়। বিশ্ব ক্রিকেট যেভাবে উন্নতি করছে, আমাদের জয়ের হারটা আরো বাড়াতে হবে। পুরো দলেরও এটাই ইচ্ছা।’ ভারতের ভালো ভালো ক্রিকেটার থাকলেও বাংলাদেশ অধিনায়ক মনে করছেন তাদের বোলিং লাইন বিশ্বের অন্যতম সেরা, ‘ওদের অনেক ভালো খেলোয়াড় আছে। হারমনপ্রীত, স্মৃতি ও শেফালি আছে। ওদের বিপক্ষে আমাদের পরিকল্পনা থাকবে। আমি বলব যে, আমাদের বোলিং আক্রমণ এখন সবার সেরা। নির্দিষ্ট দিনে সবাই হয়তো জ্বলে ওঠে না। দুই একজন বেটার করে। তাদের বিপক্ষে যদি আমরা ভালো পরিকল্পনা মতো সঠিক বোলিং করতে পারি এবং শুরুতে যদি সুযোগ নিতে পারি, তাহলে কেউ হুমকি হয়ে দাঁড়াতে পারবে না।’ ভারতের বিপক্ষে বাংলাদেশ কখনও সিরিজ জিততে পারেনি, তাই এবার সেটি হলে ইতিহাস তৈরি হবে বলে মনে করছেন জ্যোতি, ‘এটা বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনারা এটা বিশ্বাস করছেন কিনা। আপনারা কি বিশ্বাস করছেন, আমরা তাদের বিপক্ষে ম্যাচ জিততে পারব? আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা সিরিজ জয় সবাই-ই চায়।’ টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের মাটিতে নিজেদের পতাকা ওড়ানোর মতো আনন্দের কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি যে, এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে’, যোগ করেন জ্যোতি। তবে শক্তি, সামর্থ্য, অভিজ্ঞা ও নামে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। অবশ্য হোম কন্ডিশনে বাংলাদেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে তা ভালোভাবেই জানা অতিথিদের। তাইতো স্বাগতিকদের নিয়ে বাড়তি সতর্ক তারা। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের কথায় পাওয়া গেল সতর্কবার্তা, ‘বাংলাদেশ ভালো দল। তারা সব সময়ই নিজেদের কন্ডিশনে ভালোমানের ক্রিকেট খেলে। যা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে এবং সেভাবে আমরা প্রস্তুতও আছি। আমরা দুই-তিন দিন নিজেদের প্রস্তুতির সময় পেয়েছি এবং প্রতিটি বিভাগেই কাজ করেছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। আশা করছি, পুরো দল একসঙ্গে খেলতে পারব এবং নিজেদের সেরাটা দিতে পারব।’ বাংলাদেশের খেলা আগের থেকে উন্নতি হয়েছে বলে মনে করছেন ভারতের অধিনায়ক। দিনকে দিন আরো উন্নতি হবে, আরো নতুন খেলোয়াড় আসবে বলেও বিশ্বাস তার। সাফল্যের জন্য অপেক্ষা না করে প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিলেন ভারতের হয়ে ১২৪ ওয়ানডে ও ১৫১ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান। ‘দেখুন আমরা আজকের অবস্থানে এসে সব সময়ই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি। প্রতিটি দলই আসলে দিনকে দিন উন্নতি করার চেষ্টা করে। তারাও তাদের সামর্থ্য দেখানোর চেষ্টা করে। আমাদের থেকে যা প্রত্যাশা করা হচ্ছিল তা আমরা করেছি। ভালো দলগুলোর বিপক্ষেও ভালো খেলেছি। বাংলাদেশও বেশ ভালো দল। তারা যখন ভালো ক্রিকেট খেলে তারাও প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা আমাদের প্রক্রিয়ায় থাকতে চাই যেগুলো আমাদের সাফল্য পেতে ভূমিকা রাখে। নিজেদের দিকে মনোযোগ রাখতে চাই, এটা ভাবতে চাই না যে কে ভালো, কে খারাপ। আমরা ভালো খেলার দিকে মনোযোগ রাখতে চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’ স্বাগতিক দর্শকদের চাপ নিজেদের কাজে কোনো প্রভাব ফেলবে না তা বলে রেখেছেন হারমানপ্রীত, ‘আমরা দর্শকের চাপ নিতে অভ্যস্ত হয়ে গেছি। এটা আমাদের প্রভাব ফেলবে না। দর্শকরা যখন মাঠে আসে এবং যে কোনো দলকে সাপোর্ট করে সেটা আমাদের কাছে ভালো লাগে। আমি জানি, বাংলাদেশের দর্শকরা ক্রিকেট ভালোভাসে এবং তারা ভালোমানের ক্রিকেটকে গ্রহণ করবে। মাঠে আমরা প্রতিটি মুহ্র্তূ ইতিবাচক ক্রিকেট খেলে উপভোগ করব। যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না সেটা নিয়ে ভাবনার কোনো কারণ দেখি না। আমরা কেবল নিজেদের খেলায় মনোযোগ রাখতে পারি।’ দুই দলের ম্যাচ শুরু হবে ২টায়। ১১ বছর পর প্রথম বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরপুর শেরে বাংলায় মাঠে নামতে যাচ্ছে। আন্তর্জাতিক ব্যস্ত সূচিসহ নানা কারণে লম্বা সময় নিগার সুলতানা জ্যোতিরা মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাননি। অচলায়তন ভেঙে আজ ফের তাদের যাত্রা শুরু হচ্ছে হোম অব ক্রিকেটে।