আনচেলত্তি কেন কোচ হবেন প্রশ্ন ব্রাজিল প্রেসিডেন্টের

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

খেলোয়াড় থেকে শুরু করে দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সবাই ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে পেতে মুখিয়ে আছেন। এমনকি তার জন্য ১ বছর অপেক্ষা করতেও রাজি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। কিছুদিন আগে শোনা যায়, আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী প্রধান কোচ। আনচেলত্তি অবশ্য এখনই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন না। ৬৪ বছর বয়সি এ কোচ বর্তমানে রিয়াল মাদ্রিদের ডাগআউটে আছেন। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৪ সাল পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা থেকে সেলেসাওদের কোচ হবেন এ ইতালিয়ান। কিন্তু আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি মানতে পারছেন না দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ব্রাজিলের রাষ্ট্রপ্রধান ঠিকই একজন ভিনদেশির হাতে সেলেসাওদের দায়িত্ব তুলে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই না, সিবিএফের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার সঙ্গে সঙ্গে আনচেলত্তিকেও খোঁচা দিয়েছেন তিনি। এসবিটি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারের সময় লুলা ডি সিলভা বলেন, তিনি (আনচেলত্তি) কখনও ইতালির কোচ ছিলেন না। তিনি কেন ইতালির (ফুটবল দল) সমস্যার সমাধান করছেন না, যেখানে এমনকি তারা শেষ বিশ্বকাপেও খেলতে পারেনি?’ প্রসঙ্গত, প্রায় ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন আনচেলত্তি। ব্রাজিলের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ। ১৯৬৫ সালে এক ম্যাচের জন্য ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন এ আর্জেন্টাইন। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পরপরই কোচের পদ ছাড়ার ঘোষণা দেন তিতে। এরপর থেকে ব্রাজিলের কোচের পদটা খালিই রয়েছে। কাতার বিশ্বকাপের পর এতদিন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ছিলেন অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার র‌্যামন মেনেজেস। তবে এখন থেকে সেই দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। ফ্লুমিন্সের এ ম্যানেজারকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অন্তর্র্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সিবিএফ। সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ব্রাজিলের সঙ্গে ৪৯ বছর বয়সি এ কোচের চুক্তির মেয়াদ শুরু হবে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার ভাষ্য মতে, বিশ্বকাপ ও অন্য বড় টুর্নামেন্টগুলোতে ব্রাজিলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য কোচদের অদক্ষতা কোনোভাবেই দায়ী না।