ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই বছরের মধ্যে সাফ জিতবে বাংলাদেশ

চেক বিতরণী অনুষ্ঠানে সালাউদ্দিন
দুই বছরের মধ্যে সাফ জিতবে বাংলাদেশ

সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য আর অকল্পনীয় নৈপুণ্য প্রদর্শন করেছে বাংলাদেশের ফুটবলাররা। বুক চিতিয়ে লড়ছেন মোরসালিন, সোহেলরা। ফিফা র‌্যাংকিংয়ে ১৪৩ নম্বরে থাকা কুয়েতের সঙ্গে সমান তালে লড়াই করেছেন ১০৭ মিনিট পর্যন্ত। যদিও শেষ অবদি ১৯৮২ বিশ্বকাপ খেলা দেশটির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ১৯২তম স্থানে থাকা বাংলাদেশ। এমন হারে লজ্জা নেই। সাহসিকতায় ভরপুর ছিল তরুণ হৃদয়গুলো। হারলেও তারা জিতে নিয়েছেন দেশের কোটি কোটি মানুষের হৃদয়। ফাইনালে উঠতে না পারলেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জামাল ভুঁইয়াদের নৈপুণ্যে বেজায় খুশি। দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেছিলেন বাফুফে সভাপতি। গতকাল রোববার দুপুরে বাফুফে ভবনে ৩৪ সদস্যের প্রত্যেককে দেড় লাখ টাকার চেক দিয়েছেন কাজী সালাউদ্দিন। তবে ফেডারেশনের পক্ষ থেকে দলের সবাই দেড় লাখ টাকা পেয়েছেন। তবে তিন ফুটবলারকে অতিরিক্ত অর্থ প্রদান করেছেন সালাউদ্দিন। সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নতুন ফুটবলার শেখ মোরসালিন। তাদের সালাউদ্দিন ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা করে বাড়তি অর্থ পুরস্কার দিয়েছেন। এছাড়া ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে পাঁচ লাখ টাকা পুরস্কৃত করেছেন সালাউদ্দিন। চেক বিতরণী অনুষ্ঠানে দুর্দান্ত পারফর্ম করা শেখ মোরসালিনকে ফুটবলের ভবিষ্যৎ হিসেবে মনে করছেন তিনি। সাফে দুই গোল করেন মোরসালিন। এই আসরেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। দারুণ পারফরম্যান্স করে সমর্থকদের নজর কাড়েন এই মিডফিল্ডার। মোরসালিনের মতো রাকিব হোসেনও দুটি গোল করেছেন। তাকে বাংলাদেশ ফুটবলের সুপারস্টার হিসেবে অ্যাখ্যায়িত করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘তিন তরুণ ফুটবলার ফাহিম, মোরসালিন এবং হৃদয়- এরা ফুটবলের ভবিষ্যৎ। তাদের পারফরম্যান্সে আমি দারুণ সন্তুষ্ট। এছাড়া আমরা একজন সুপারস্টার পেয়েছি- রাকিব। বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা একজন ফরোয়ার্ড তিনি। যদি সে আরো কঠোর পরিশ্রম করতে পারে, তবে সে আরো ভালো হতে পারবে। দেশের সর্বকালের সেরা ফরোয়ার্ড হওয়ার সক্ষমতা তার আছে।’ আগামী দিনে সাফে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সালাউদ্দিন। আগামী দুই বছরের মধ্যেই সাফে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমরা সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে পারিনি। তবে ভবিষ্যতে আমরা চ্যাম্পিয়ন হব। আমরা যে পথে আছি, আগামী বছর দুয়েকের মধ্যেই আমরা নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাব। তবে আমি দলের খেলায় খুবই সন্তুষ্ট।’ বাফুফে সভাপতি বলেন, ‘দলের খেলোয়াড়রা প্রমাণ করেছে তারা ভালো ফুটবল খেলতে পারে। তারা মানসম্পন্ন ফুটবল খেলতে পারে। আমরা একটা দল হয়ে খেলেছি। আমরা হয়তো দুটো ম্যাচ হেরেছি, তবে আমরা লড়াই করেছি। এটা আমাদের নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে।’ এবারের সাফে সমালোচকদের কড়া জবাব দিয়েছে বাংলাদেশ ফুটবল দল এমনটাই মনে করেন ফেডারেশনের সভাপতি। তিনি বলেন, ‘দল যাওয়ার আগে অনেকেই অনেক কথা বলেছিল। এই দল খারাপ করলে এদেরকে ধরব- ছিড়ব। কিন্তু আমি এই দল নিয়ে আত্মবিশ্বাসি ছিলাম। যখন আমার বাসায় কোচ এবং কিছু সিনিয়র ফুটবলার এসেছিলেন তারা আমাকে ওয়াদা করেছিলেন তারা নিজেদের শতভাগ উজার করে দেবেন।’ ‘আমি তাদের বলেছিলাম তোমরা ম্যাচে জিত-হার; কিন্তু মাঠে যেয়ে হারো। খেলার আগে তোমরা হেরো না, জিত না। খেলার মাঠে যেয়ে ৯০ মিনিট নিজের সেরাটা দাও এরপর দেখ কী ফলাফল হয়। তারা আমাকে যে কথা দিয়ে গিয়েছিল তারা তাদের কথা রেখেছে।’ সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো। এছাড়াও বাকিদের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন সালাউদ্দিন, ‘জিকো টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। কিছু নতুন খেলোয়াড় দারুণ পারফরম্যান্স করেছেন। লেফটব্যাকে ইসা ছিলেন অসাধারণ। সেন্ট্রাল ডিফেন্সে তপু এবং তারিক কাজি দারুণ পারফরম্যান্স করেছেন। চোট পাওয়া সত্ত্বেও দারুণ খেলেছেন তারিক। মিডফিল্ডে দুই সোহেল রানা তাদের কাজ দারুণভাবে করেছেন।’ এদিকে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে জামালদের সতর্ক করেন কাজী সালাউদ্দিন ‘মাস তিনেক পর বিশ্বকাপ বাছাইয়ের খেলা রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে না জিততে পারলে, আমরা তিন বছর খেলার বাইরে থাকব। তাই তোমাদের সেভাবেই নিজেদের প্রস্তত করতে হবে এবং ভালো খেলতে হবে।’ ২৭ জুলাই বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে। বিশ্বকাপ বাছাইয়ে মূল পর্বে খেলতে হলে বাংলাদেশ প্রথমে প্লে-অফে জিততে হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে ম্যাচ। দুই ম্যাচে জয়ী দল বাছাইয়ের মূল পর্বে খেলবে। বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই এক সঙ্গেই চলবে। তাই বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলতে ব্যর্থ হলে বাংলাদেশ মূল প্রতিযোগিতামূলক আসর থেকে ছিটকে যাবে। তখন সাফ টুর্নামেন্ট আর ফিফা প্রীতি ম্যাচই থাকবে জামালদের ভরসা। সালাউদ্দিন যোগ করেন, ‘ফুটবলে আনুগত্য এবং অনুশীলনের কোনো বিকল্প নেই। অ্যালকোহল ও অন্যান্য বিষয় থেকে দূরে থাকতে হবে।’ সভাপতির সতর্কবার্তার পর অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘আমরা অবশ্যই এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বিশ্বকাপ বাছাইতেও বজায় রাখব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত