প্রতিবাদ জানাতে ইমরান খানের ছবি মুছে দিলেন মিয়াঁদাদ

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান ক্রিকেট ইতিহাসে অবিচ্ছেদ্য নাম ইমরান খান। দেশটির একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ে যিনি ছিলেন অধিনায়ক। পরবর্তীতে রাজনীতিতে নাম লিখিয়ে হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু এমন এক ব্যক্তিত্বকে যেন ভুলে যেতে চাইছে দেশটির গণমাধ্যম। টিভি চ্যানেলে আইএমএফের সঙ্গে এক বেঠকের ভিডিওতে ইমরান খানকে ঝাপসা করে দিয়েছিল পাকিস্তানি গণমাধ্যম, যা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। ইমরান খানের প্রতি এমন আচরণে চুপ থাকেননি তার সতীর্থ জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তান সরকারের সমালোচনা করতে গিয়ে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি। তাতে ইমরান খানকে মুছে দেওয়া হয়েছে। ছবির ক্যাপশনে মিয়াঁদাদ লিখেছেন, ‘বর্তমান সরকারের সময়ে যদি পাকিস্তান বিশ্বকাপ জিততো তবে সেখান থেকেও ইমরানকে মুছে দেওয়া হতো।’ বিগত কয়েক মাস ধরেই পাকিস্তানের সকল গণমাধ্যমে ইমরান খানের যেকোনো ছবি বা সংবাদ প্রচার নিষিদ্ধ। এক মামলায় ইমরান খান গ্রেফতার হলে, এই নির্দেশনা দেয় শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার। এরপর থেকেই মূলত ইমরান খানকে নিয়ে টানা বিতর্ক চলছে দেশটিতে। তবে রাজনীতির মঞ্চে বিতর্ক তৈরি হলেও সাবেক সব ক্রিকেটারকেই নিজের পাশে পাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।