ক্রীড়া ঐতিহ্যের ধারক হবে রামু সোনালী অতীত ফুটবল ক্লাব

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের রামু সোনালী অতীত ফুটবল ক্লাবকে ক্রীড়া ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জেলার ক্রীড়া-সংস্কৃতির প্রাচীন সমৃদ্ধ অঞ্চল রামু। ২০১২ সাল থেকে রামু সোনালী অতীত ফুটবল ক্লাব ক্রীড়ার ঐতিহ্য-ইতিহাস প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার চর্চা শুরু করে। সাংগঠনিক কার্যক্রম সমৃদ্ধ করে রামুর ক্রীড়াঙ্গনকে ইতিহাস চর্চা এবং ক্রীড়া উন্নয়নে কাজ করবে, এই ক্লাবের সদস্য সাবেক খেলোয়াড়রা। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের ঈদ সম্ভাষণ ও সাধারণ সভায় বক্তারা এ অঙ্গীকারের কথা বলেন।

রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সাবেক ফুটবল খেলোয়াড়দের এ সভায় সভাপতিত্ব করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি সাবেক পলক বড়ুয়া আপ্পু। রামুর সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়রা এ সভায় বক্তৃতা করেন।

সভায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, সাফ ফুটবলে সেরা গোলরক্ষক নির্বাচিত হাওয়ায়, ও কক্সবাজার জেলার এই কৃতি ফুটবলারকে রামু সোনালী অতীত ফুটবল ক্লাব অভিনন্দন জানিয়েছে। সম্প্রতি কক্সবাজার জেলা সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ এবং বাংলাদেশ স্কাউটসের ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক অর্থ সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের দুই কার্যনির্বাহী সদস্য ছিদ্দিক আহমদ ও সুকুমার বড়ুয়া বুলুকে ঈদ সম্ভাষণ ও সাধারণ সভায় অভিনন্দন জানানো হয়।

সভায় রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরো জোরদার করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে ক্লাবের সদস্য রামুর সাবেক ফুটবল খেলোয়াড়দের আন্তরিকপূর্ণ সহযোগিতা কামনা করা হয়।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ সম্ভাষণ ও সাধারণ সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি মো. নবু আলম, সুশান্ত পাল বাচ্চু, উজ্জ্বল বড়ুয়া, কার্য নির্বাহী সদস্য ও সাবেক আহবায়ক তরুপ বড়ুয়া, ক্রীড়া সম্পাদক সুপন বড়ুয়া শিপন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী প্রমুখ।

‘ক্রীড়া ঐতিহ্য জাতীয় সমৃদ্ধির পরিচায়ক’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় মুক্ত আলোচনায় আরও অংশ নেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি বিমল বড়ুয়া, ইঞ্জি: তরুন বড়ুয়া, সজল বড়ুয়া, অর্থ সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক ফরিদুল আলম, প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, সাংস্কৃতিক সম্পাদক পুলক বড়ুয়া, কার্য নির্বাহী সদস্য দেবপ্রসাদ বড়ুয়া টিপু, চম্পক বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বু, সদস্য ডা. রবীন্দ্র শর্মা, বদরুল হুদা, বিদ্যুৎ বড়ুয়া, আবদুল হক, সংগীত বড়ুয়া, টিপু বড়ুয়া, সুহাস বড়ুয়া, শাহ আলম, শিপন বড়ুয়া, আবুল মনসুর, ইলক বড়ুয়া প্রমুখ।