মিয়ামিতে মেসি বরণের প্রস্তুতি চলছে

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সৌদি আরবের ক্লাব আল হিলালের বিশাল অর্থের প্রস্তাব আর নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার তীব্র আকাঙ্ক্ষা, সব কিছু ভুলে পরবর্তী গন্তব্য নিশ্চিত করেছেন লিওনেল মেসি। সবাইকে অবাক করে দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, খেলবেন ইন্টার মিয়ামির হয়ে। নতুন ক্লাবে মেসির অভিষেক হবে ২১ জুলাই। তার আগে ১৬ জুলাই মেসিকে বরণ করে নেমে মায়ামি কর্তৃপক্ষ। ওই দিনই তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। মহাতারকাকে বরণ করতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। মিয়ামির জার্সিতে মেসিকে প্রথমবার দেখার জন্য এরই মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে মার্কিন মুলুকে। মেসিকে বরণ অনুষ্ঠানের টিকিট বিক্রি হচ্ছে দশগুন দামে। মেসিকে বরণ করে নেয়ার জন্য ইন্টার মিয়ামির স্টেডিয়ামের বাইরের দেয়ালে আঁকা হচ্ছিলো তার ম্যুরাল। মেসির ম্যুরালটিতে দেয়া হচ্ছে শেষ মুহূর্তের আঁচড়। সেই কাজের তদারকি করছেন স্বয়ং ডেভিড বেকহ্যাম। সাবেক এই ইংলিশ তারকার জন্যই অবশ্য ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি। বেকহ্যাম এই ক্লাবের অন্যতম মালিকও বটে। বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। তাদের কাজ খতিয়ে দেখছেন সাবেক ইংলিশ ফুটবল তারকা। স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম এ প্রসঙ্গে বলেন, ‘ডেভিড কিন্তু দারুণ কাজ করছে। অল্প কয়েকদিন হয়েছে আমরা মিয়ামিতে এসেছি। এসেই ডেভিড কাজে নেমে পড়েছে। কোন কাজটা ও পারে না?’ উল্লেখ্য, ২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুল। তার আগেই অবশ্য ইন্টার মিয়ামি ক্লাবে বরণ করে নেয়া হবে আর্জেন্টাইন তারকাকে। আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে সেই বরণ অনুষ্ঠান। মেসিকে বরণ উপলক্ষে জমকালো আয়োজনের পরিকল্পনা করেছে ইন্টার মিয়ামি। বিনোদনের প্রচুর ব্যবস্থা থাকছে। মেসি মাঠের মাঝে এসে বক্তৃতা দেবেন।