ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উইম্বলডন থেকে সাবেক চ্যাম্পিয়নের বিদায়

উইম্বলডন থেকে সাবেক চ্যাম্পিয়নের বিদায়

বছরের তৃতীয় ও অন্যতম মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের নারী এককের কোয়ার্টার ফাইনালে অঘটনের জন্ম দিয়েছেন ইউক্রেনের অবাছাই এলিনা সিভতোলিনা। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইগা শিয়াওতেককে ২-১ সেটে হারিয়েছেন ইউক্রেনের এই টেনিস তারকা। ৭-৫, ৬-৭ (৫-৭) ও ৬-২ গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি। জমজমাট লড়াইয়ের ইঙ্গিত ছিল শুরু থেকেই। প্রথম সেটে সমানে সমানে লড়াইয়ের পর শিয়াওতেককে ৭-৫ গেমে হারিয়ে এগিয়ে যান এলিনা স্ভিতোলিনা। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরান ইগা শিয়াওতেক। টাইব্রেকারে জিতে নেন সেটটি। কিন্তু তৃতীয় সেটে তাকে পাত্তাই দিলেন না স্ভিতোলিনা। ৬-২ গেমে দারুণ এক জয়ে উইম্বলডনের সেমিফাইনালে জায়গা করে নিলেন ইউক্রেনের এই টেনিস তারকা। শেষ চারের লড়াইয়ে আগামী বৃহস্পতিবার মার্কেতা ভন্দ্রোউসোভার মুখোমুখি হবেন ২৮ বছর বয়সি স্ভিতোলিনা। শেষ আটের আরেক খেলায় চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে ৬-৪, ২-৬ ও ৬-৪ গেমে হারান ২০১৯ ফরাসি ওপেনের রানারআপ ভন্দ্রোউসোভা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত