ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরেই ৬ জুলাই সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু পরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। বর্তমানে দেড় মাসের ছুটিতে আছেন মারকুটে এই ওপেনার। ফিটনেস ঘাটতি ও চোট থেকে সরে উঠতে দুবাই ও লন্ডনে যাওয়ার কথা তার।

আগামী ১৮ জুলাই পরিবারের সঙ্গে দুবাই যাবেন তামিম। এরপর ইংল্যান্ডে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর কথা তার। এ সময় তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন জালাল ইউনুস, ‘তামিম দুবাই যাচ্ছে, ওখান থেকে সে ২৫-২৬ তারিখে যুক্তরাজ্যে যাবে। লন্ডনে দুটো মেডিকেল সেন্টারে তার সময় নেওয়া আছে, সেখানে ডাক্তার দেখাবে। সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আমাকে আপডেট জানাবে। আমাদের খুব দ্রুতই ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড হবে। এজন্য তার সঙ্গে মেডিকেল ফিটনেস দেখে জানানোর কথা। বুঝতে পারা যাবে সে কবে জয়েন করবে। তবে তামিম ক্রিকেটে ফিরলেও আবার অধিনায়কত্ব করবেন কি না, এই নিয়ে বিসিবি এখনো অনিশ্চয়তার মধ্যে আছে। বিষয়টি তামিমের সঙ্গে আলাপের পরই নিশ্চিত করতে চান জালাল, আগে আসুক, আমরা আলোচনা করব তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে, সে নিজেও বলেছে আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত