টেস্ট মাতানোর অপেক্ষায় জয়সওয়াল

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

সবশেষ আইপিএলে ধুন্দুমার ব্যাটিংয়ের ধারাবাহিকতায় ঝড় তুলেছেন যাশাসবি জয়সওয়াল। তবে এর আগে তো তিনি সাড়া ফেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। লাল বলের ক্রিকেটে তার শুরুটা হয়েছে অবিশ্বাস্য। জাতীয় দলের হয়েও তার পথচলা শুরু হচ্ছে সাদা পোশাকেই। ভারতের টেস্ট দলে ওপেনিংয়েই শুরু হচ্ছে তার অভিযান। ৩ নম্বরে দলের নতুন সেনানি হতে যাচ্ছেন শুবমান গিল। ডমিনিকা টেস্ট দিয়ে গতকাল বুধবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটে ভারতের খানিকটা পালাবদলের সূচনাও হচ্ছে এই সিরিজ দিয়ে। গুরুত্বপূর্ণ রদবদল হচ্ছে দলের টপ অর্ডারে। ভারতের ৩০৬তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পাচ্ছেন জয়সওয়াল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জয়সওয়ালের ভারতীয় ক্রিকেটে জায়গা করে নেওয়ার গল্প নিয়ে চর্চা হয়েছে এখন। পারফরম্যান্স দিয়েই এখন তিনি আরো উজ্জ্বল করে তুলেছেন তার অতীত ও বর্তমানকে। জাতীয় দলে এসেছেন বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেট মাতিয়ে। সবশেষ আইপিএলে ৪৮.০৭ গড় ও ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করে তাক লাগিয়ে দেন তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন সাফল্য দেখিয়েছেন আগেই। ১৫ ম্যাচ খেলেই তার রান ১ হাজার ৮৪৫, ব্যাটিং গড় ৮০.২১। ৫০ ছুঁয়েছেন ১১ বার, এর ৯টিকেই রূপ দিয়েছেন শত রানে। সর্বোচ্চ ইনিংস ২৬৫ রানের। প্রতিভা ও সামর্থ্যরে ঝলক তিনি দেখিয়েছেন ৫০ ওভারের ক্রিকেটেও। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩২ ম্যাচ খেলে ৫ সেঞ্চুরি ও ৭ ফিফটি হয়ে গেছে তার। ব্যাটিং গড় ৫৩.৯৬। ডাবল সেঞ্চুরিও করেছেন এই সংস্করণে। সব মিলিয়ে তার মাঝে ভবিষ্যতের পরিপূর্ণ এক ব্যাটসম্যানের ছবি দেখছে ভারত। ২১ বছর বয়সী এই বাঁ-হাতি ওপেনার কঠিনতম সংস্করণ দিয়েই শুরু করছেন আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা। রোহিতের সঙ্গে জয়সওয়াল ওপেনিংয়ে জুটি গড়ছেন, তিনে নেমে আসছেন গিল। তিন সংস্করণের উপযোগী পরিপূর্ণ ব্যাটসম্যান হিসেবে গড়ে উঠছেন তিনিও। আন্তর্জাতিক ক্রিকেটেই সেই সম্ভাবনার ছাপ রেখেছেন তিন সংস্করণেই সেঞ্চুরি করে। এর মধ্যেই ১৬ টেস্ট, ২৪ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলে ভারতের টপ অর্ডারে নিজের জায়গা করে নিয়েছেন। তবে এখন টেস্টে জায়গার পরিবর্তন চান তিনি নিজেই। সাদা পোশাকে ভারতের হয়ে এখনো পর্যন্ত ৩০ ইনিংসের ২৯টিতেই ওপেন করেছেন গিল। একটিতে কেবল তিনে নেমেছেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তিনে খেলতে বাধ্য হয়েছিলেন মূলত চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় মাঠের বাইরে থাকায়।