আজ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি পরীক্ষা বাংলাদেশের

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সাদা পোশাকের ক্রিকেটে দুর্দান্ত প্রতাপ দেখিয়ে আফগানিস্তানকে নাস্তানাবুদ করে করেছিল টাইগাররা। তবে রঙিন পোশাকে ফিরতেই অচেনা বাংলাদেশের দেখা মেলে। টানা দুই ওয়ানডে হেরে সিরিজ খোয়ায় স্বাগতিকরা। যদিও শেষ ম্যাচটি বড় ব্যবধানেই জিতেছে লাল সবুজ দল। এবার সংক্ষিপ্ত ভার্সনে নিজেদের প্রমাণের পালা। ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই আফগানিস্তানের বিপক্ষে আজ টি-টোয়েন্টি পরীক্ষায় নামছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ক্রিকেটের এই সংস্করণে বরাবরই ভয়ঙ্কর দল আফগানিস্তান। বিশেষ করে তাদের বিশ্বমানের বোলিং আক্রমণ ভোগান্তিতে ফেলে যে কোনো দলকেই। আইসিসি র‌্যাংকিংয়ের সেরা দুই বোলারই তাদের। তবে কারা ফেবারিট তা নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।’ টি-টোয়েন্টি বলেই যে কোনো কিছু হতে পারে বলে মত সাকিবের, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরো বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মতে প্রতিপক্ষ নিয়ে যত কম চিন্তা করা যায়, তত ফলাফল আরও ভালো করে বাংলাদেশ, ‘আমার কাছে মনে হয় আমরা দল হিসেবে তখনই ভালো খেলি, যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি।’ বাংলাদেশের বিপক্ষে বরাবরই সফল অধিনায়ক রশিদ খান।