ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

থাইল্যান্ডে ১০০ মিটার স্প্রিন্টের সেমিতে ইমরানুর

থাইল্যান্ডে ১০০ মিটার স্প্রিন্টের সেমিতে ইমরানুর

গত বছর কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের ক্রীড়াঙ্গনে রীতিমতো আলোড়ন ফেলেছেন ইমরানুর রহমান। এবার থাইল্যান্ডের ট্র্যাকে আলো ছড়াচ্ছেন তিনি। এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব। গতকাল বৃহস্পতিবার ব্যাংককে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ১ নম্বর হিটে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়ে শেষ চারে উঠেছেন তিনি। ১০.১০ সেকেন্ড টাইমিং করে হিটে প্রথম হয়েছেন জাপানের প্রতিযোগী হিরোকি ইনাগিতা। থাইল্যান্ডে অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি ইমরানুর। ১০.২২ সেকেন্ডের ব্যক্তিগত সেরা টাইমিং তিনি করেছিলেন বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে। ইমরানুর যাতে ১০০ মিটারে ভালো করতে পারেন, সেজন্য গত বুধবার বাংলাদেশ অংশ নেয়নি ১০০ মিটার রিলেতে। ইমরানুরই চাননি ১০০ মিটার স্প্রিন্টের আগের দিন রিলেতে দৌড়াতে। ইমরানুরকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। পাশাপাশি ভালো টাইমিং করে অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা করবেন তিনি। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘ইমরান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। ইনডোরের পাশাপাশি আউটডোরেও সে ভালো পারফর্মার এটাও প্রমাণ করছে।’ আজ বিকালে সেমিফাইনালে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব। ফাইনালে উঠলে সন্ধ্যায়ই দৌড়াতে হবে তাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত