ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লাল-সবুজের জার্সিতে

স্বপ্ন দেখছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত

স্বপ্ন দেখছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত

এশিয়ান গেমসে ৩৭ বছরের পদক খরা ঘুচাতে মরিয়া বক্সিং ফেডারেশন। সবশেষ ১৯৮৬ সালে মোশাররফ হোসেন ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন। এরপর দীর্ঘ সময়ে এশিয়ান থেকে আর কোনো পদক আনতে পারেননি লাল সবুজের বক্সাররা। এবার সেই খরা ঘুচাতে চান কর্তারা। তাইতো যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসকে আনা হয়েছে বাংলাদেশে। লাল-সবুজের জার্সিতে পদকখরা ঘুচাতে স্বপ্ন দেখছেন তিনি। জিনাতের কথায়, ‘আমার দেশকে পদক এনে দেব বলেই তো এখানে এসেছি।’ ১৯৯৩ সালের সাফ গেমসে অনেক আশা করেই ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছিল ব্রায়ান আহমেদকে। তবে চমর হতাশ করেন এই প্রবাসী বক্সার। ২০০৪ ইসলামাবাদ এসএ গেমসের জন্য দুই ইংল্যান্ড প্রবাসীকে আনা হলেও তাদের আর চূড়ান্ত দলে জায়গা দেওয়া যায়নি। মান আহামরি কিছু না হওয়ায় বাদ দেয়া হয় তাদের। যদিও বলা হয়েছিল দুই বক্সারের পাসপোর্ট করতে সমস্যা হচ্ছে। কয়েক বছর আগে যুক্তরাজ্য প্রবাসী আরেক বক্সার আল সাফওয়ান উদ্দিনকে আনা হয়। তিনি এসে জাতীয় বক্সিংয়ে স্বর্ণও জয় করেন। এশিয়ান গেমসে পদক ও সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণখরা ঘুচাতে এবার যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে আনা হয়েছে প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসকে। তার বাবা বেলায়েত হোসেন ও মা শাহনাজ ফেরদৌস দুজনই বাংলাদেশি। তাদের ২৯ বছর বয়সি মেয়ে এখন স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে। জিনাতের জন্ম নিউইয়র্কে। কিন্তু তার শরীরে বইছে বাংলাদেশের রক্ত। জিনাতের বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। মায়ের বাড়ি পাবনায়। ১৯৮৭ সালে এই দম্পতি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা জিনাতের। তবে এর আগেও নিজের শেকড়ে এসেছেন জিনাত। তার কথায়, ‘আমি ষষ্ঠবারের মতো বাংলাদেশে এসেছি। এবারই অবশ্য খেলার জন্য ঢাকায় আসা।’ তিনি যোগ করেন, ‘সঠিক সময়ে সঠিক লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত