ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

অল্পের জন্য ইতিহাস গড়া হলো না ইমরানুরের

অল্পের জন্য ইতিহাস গড়া হলো না ইমরানুরের

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাথলেটিকসে আশার নাম ইমরানুর রহমার। চলতি বছরের শুরুতে কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের ক্রীড়াঙ্গনে রীতিমতো আলোড়ন ফেলেছেন। তাই তাকে ঘিরেই স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু মাত্র ০.০২ সেকেন্ডের জন্য এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস গড়তে পারলেন না ইমরানুর। গতকাল শুক্রবার বিকালে থাইল্যান্ডে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালের তৃতীয় হিটে তিনি ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে পঞ্চম হন। যা তার আগেরদিনের চেয়ে ০.১৫ সেকেন্ড বেশি। যদিও দৌড়ের শুরুর ৫ সেকেন্ড তিনি সবার সামনে ছিলেন। এরপর পিছিয়ে পড়েন। শেষ পর্যন্ত ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন পঞ্চম হয়ে। এই টাইমিংয়ে সব মিলিয়ে হিটে অংশ নেওয়া ২৪ জনের মধ্যে ১১তম হয়ে এবারের এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শেষ করেন তিনি। সেমিফাইনালের তিন হিটের প্রতিটির সেরা দুইজন করে ছয়জন এবং ভালো টাইমিং নিয়ে তৃতীয় স্থানে থাকা সেরা আরও দুইজনসহ মোট আটজন ফাইনালে কোয়ালিফাই করেছে। হিটে জাপানের হিরোকি ইয়ানাগিতা ১০.১৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। আর চীনের চেন জিয়াপেং ১০.৩৮ সেকেন্ড সময় নিয়ে অষ্টম হয়ে ফাইনালে নাম লেখান। ইমরানুর মাত্র ০.০২ সেকেন্ডের জন্য পারলেন না ফাইনালে উঠতে। গত বৃহস্পতিবার প্রথম বাংলাদেশি হিসাবে চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ওঠার হিটে ব্যক্তিগত সেরা ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে কোয়ালিফাই করে ইতিহাস গড়েছিলেন তিনি। গতকাল শুক্রবার এই টাইমিং কিংবা তার কাছাকাছি করতে পারলে ফাইনালে উঠে নতুন এক ইতিহাস গড়তে পারতেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই অ্যাথলেট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত