উইম্বলডনের ফাইনাল আজ

প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি জাবের ও ভন্দ্রোউসোভার সামনে

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

নতুন রানি পাচ্ছে এবারের উইম্বলডন। শুধু তাই নয়, ভন্দ্রোউসোভা ও জাবির, দুজনের কেউই এখন পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে পারেননি। যিনিই এবারের উইম্বলডন জিতবেন, তিনিই হয়ে যাবেন ইতিহাস। টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের নারী এককের ফাইনালে উঠেছেন ওনস জাবের। গত বৃহস্পতিবার সেন্টার কোর্টে রোমাঞ্চকর সেমিফাইনালে বেলারুশের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৩ গেমে হারান ষষ্ঠ বাছাই জাবের। শিরোপা লড়াইয়ে তিনি লড়বেন মার্কেতা ভন্দ্রোউসোভার বিপক্ষে। তিউনিসিয়ার এই তারকা এখানে গতবার ফাইনালে এলেনা রিবাকিনার কাছে হেরেছিলেন। এবার সেই রিবাকিনাকেই তিনি হারান কোয়ার্টার ফাইনালে। সেখানেও প্রথমসেট টাইব্রেকে হারের পর জেতেন টানা দুটি। ম্যাচণ্ডপরবর্তী সংবাদ সম্মেলনে ওনস জাবের বলেন, ‘সমর্থকদের ধন্যবাদ জানাই। তাদের (সমর্থনের) কারণেই ম্যাচে থাকতে পেরেছি আমি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।’ প্রতিপক্ষ আরিনা সাবালেঙ্কার প্রশংসা করে জাবের বলেন, ‘তার শট এবং সার্ভের মোকাবিলা করাটা খুব কঠিন ছিল।’ শুরুতে পিছিয়ে পড়ে দারুণ প্রত্যাবর্তন নিয়ে ওনস জাবের বলেন, ‘নিজেকে নিয়ে আমি বেশ গর্বিত। কারণ পুরোনো আমি হলে ম্যাচটি হেরে যেতাম। এতক্ষণে হয়তো বাড়িতে থাকতাম।’ ওনস জাবেরের মতো প্রথম মেজর শিরোপার হাতছানি আরেক ফাইনালিস্ট মার্কেতা ভন্দ্রোউসোভারও। সেমিফাইনালে এলিনা স্বিতোলিনাকে স্ট্রেট সেটে (৩-৬, ৩-৬) গেমে হারান তিনি। ২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে ফরাসি ওপেনের ফাইনাল খেলেছিলেন মার্কেতা ভন্দ্রোউসোভা। সেবার অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টির কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় তার। এরপর আর কোনো মেজর টুর্নামেন্টের শেষ ষোলোর বাধাই টপকাতে পারেননি ভন্দ্রোউসোভা। অর্থাৎ, দীর্ঘ ৫ বছর পর কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছলেন তিনি। তাছাড়া গত অক্টোবরে হাতের কব্জিতে দুটো অপারেশনের কারণে দীর্ঘ সময় টেনিস কোর্টের বাইরে ছিলেন ভন্দ্রোউসোভা। উইম্বলডনের ফাইনালে পৌঁছে তিনি বলেন, ‘গত ছয় মাস আমি টেনিস খেলিনি। খেলায় না থেকেও এমন সাফল্য ভাবা যায় না।’ ভন্দ্রোউসোভা বলেন, ‘এই মঞ্চে আলো ছড়াতে পেরে পুলকিত আমি। সুস্বাস্থ্য নিয়ে এখানে খেলতে পারাটা দারুণ।’ আজ উইম্বলডনে মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হবেন ওনস জাবের এবং মার্কেতা ভন্দ্রোউসোভা। দুজনের সামনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।