ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছেলে ও মেয়েদের প্রাইজমানি সমান করল আইসিসি

ছেলে ও মেয়েদের প্রাইজমানি সমান করল আইসিসি

এখন থেকে যে কোনো টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের সমান প্রাইজমানি দেয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৈশ্বিক আসরে অর্থ পুরস্কারের ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে সমতা এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে এক বিবৃতিতে যুগান্তকারী এ সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে নিজেদের সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে আখ্যায়িত করেন, ‘এটি এই খেলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। বৈশ্বিক আসরে অংশ নেওয়া নারী ও পুরুষরা এখন সমান প্রাইজমানি পাবেন। আমি খুবই আনন্দিত আজ।’ ‘২০১৭ সাল থেকে অর্থ পুরস্কারের বাড়িয়ে আমরা সমান জায়গায় পৌঁছাতে চেয়েছি। এখন থেকে আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা পুরুষদের সমান অর্থ পাবে।’ ২০২২ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তান ৮ লাখ ডলার। মেয়েদের বিশ্বকাপের বেলায় এ অঙ্ক ছিল যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ ডলার। এদিকে টেস্টে মন্থর ওভার রেটের শাস্তি কমিয়েছে আইসিসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত