ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রোনালদোদের আল নাসরকে ফিফার নিষেধাজ্ঞা

রোনালদোদের আল নাসরকে ফিফার নিষেধাজ্ঞা

পারস্পরিক সমঝোতায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল-নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু মধ্যপ্রাচ্যের এ ক্লাবটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। চলতি গ্রীষ্মের দলবদলে আপাতত কোনো ফুটবলার কিনতে পারবে না আল নাসর। লেস্টার সিটির পাওনা অর্থ পরিশোধ না করায় খেলোয়াড় কেনার ক্ষেত্রে ক্লাবটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ মুসাকে ২০১৮ সালে প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে দলে ভিড়িয়ে ছিল। সেটা নিয়ে একটি আর্থিক ঝামেলায় পড়েছে আল নাসর। ২০২১ সালে লেস্টার সিটি ফিফার কাছে অভিযোগ দিয়েছিল আল নাসর মুসাকে দলে ভেড়ানোর সময় সম্পূর্ণ টাকা পরিশোধ করেনি। তাদের দাবি অনুযায়ী ক্লোজের ২০ মিলিয়ন ডলার বাকি ছিল। কিন্তু বিষয়টি এতদিন আমলে নেয়নি আল নাসর। এবার তাদের বিরুদ্ধে ফিফা নিষেধাজ্ঞা জারি করে ৫ লাখ ১৩ হাজার ডলার এবং তার সঙ্গে বার্ষিক ৫ শতাংশ লাভসহ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। এটা পরিশোধ না করা পর্যন্ত আর কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারবে না আল নাসর। এ বিষয়ে গত বৃহস্পতিবার ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘একটি বিশেষ ঋণের কারণে আল নাসর বর্তমানে আর কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারবে না। তবে যথাযথ ক্লাবটির সঙ্গে তারা আর্থিক ঝামেলা মিটিয়ে ফেললে এই নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হবে।’ অবশ্য মূসা বর্তমানে আর খেলছেন না আল নাসরে। ২০২০ সালে তিনি সৌদি ছেড়ে তুরস্কে পাড়ি জমান। গেল মৌসুমে তিনি তুরস্কের ক্লাব সিভাসপোরের হয়ে খেলেছিলেন। এদিকে চলতি মাসে আল নাসর ২০ মিলিয়ন ডলারে দলে নিয়েছে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে। বর্তমানে তারা মৌসুমপূর্ব ক্যাম্পে পর্তুগাল রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত