ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

ইমরানুরের মতো জহিরও থামলেন সেমিফাইনালে

ইমরানুরের মতো জহিরও থামলেন সেমিফাইনালে

চলমান এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর রহমান। কিন্তু মাত্র ০.০২ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব। ২৪ জনের মধ্যে ১১তম হয়ে শেষ করেন তিনি। ইমরানুরের মতোই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন জহির রায়হান। ২০০ মিটার ইভেন্টে শেষ চারে উঠেছিলেন তিনি। কিন্তু জহিরও সেমিফাইনালের বৈতরণী পার হতে পারলেন না। ফলে ২০০ মিটারের ফাইনালে ওঠা হলো না তার। গতকাল শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে হিটে ২১.৬৭ সেকেন্ড টাইমিং করেছিলেন জহির। নিজের হিটে চতুর্থ এবং সব মিলিয়ে ২০তম স্থানে থেকে উঠেছিলেন সেমিফাইনালে। বিকালে ফাইনালে ওঠার লড়াইয়ে জহির দৌড় শেষ করেন ২১.৬৯ সেকেন্ড সময় নিয়ে; ২৪ প্রতিযোগীর মধ্যে হন ২০তম। ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সবশেষ জন সৌদি আরবের মোহাম্মেদ ফাহহাদ; তার টাইমিং ২০.৯৯ সেকেন্ড। ২০১৭ সালে নাইরোবিতে যুব অ্যাথলেটিকস বিশ্বকাপে ৪০০ মিটারের সেমিফাইনালে উঠে সাড়া ফেলে দেওয়া জহির থাইল্যান্ডের ট্র্যাকে অংশ নেন ২০০ মিটার। তবে এই ইভেন্টে নিজের সেরা টাইমিংও পেছনে ফেলতে পারেননি তিনি। ২০২০ সালে চট্টগ্রামে দৌড়ে শেষ করেছিলেন ২১.২০ সেকেন্ডে। গত শুক্রবার অল্পের জন্য ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হন ইমরানুর। সেমিফাইনালের তৃতীয় হিটে ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ এবং সব মিলিয়ে একাদশ স্থানে থেকে আসর শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত