ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম ম্যাচের ভুল শুধরে সাবিনারা জিততে চান আজ

প্রথম ম্যাচের ভুল শুধরে সাবিনারা জিততে চান আজ

গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনা-কৃঞ্চারা। ৯ মাস পর সেই নেপালের বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচে শেষ মুহূর্তে জয় বঞ্চিত হয় বাংলাদেশ। গত বৃহস্পতিবার সেই ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিকরা। আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ প্রীতি ম্যাচে হিমালয় কন্যাদের মুখোমুখি হচ্ছে বাংলার বাঘিনীরা। জয় দিয়ে শেষটা রাঙাতে চান লাল-সবুজের প্রতিনিধিরা। সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনের বিদায়ের পর মাহবুবুর রহমান লিটু বাংলাদেশ দলে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে রোববার (আজ) এগিয়ে যেতে চাইছেন। নিজেদের রক্ষণ জমাট রেখে গোল করার লক্ষ্য। গতকাল শনিবার তিনি বলেছেন, ‘আগের ম্যাচে শেষদিকে এসে জয় বঞ্চিত হতে হয়েছে। শেষ পর্যন্ত যেন রক্ষণ জমাট থাকে তা নিয়ে কাজ চলছে। আশা করছি আগের ভুল আর হবে না। নির্দেশনা অনুযায়ী সবাই সেরাটা দেবে।’ অতিথি দলের সাবিত্রাকেও আগের মতো মার্কিংয়ে রাখার চিন্তাভাবনা। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের ৯ মাস পর খেলতে নামার ছাপ প্রথম ম্যাচে ফুটে উঠেছিল শুরু থেকে। সাবিনা-কৃষ্ণাদের খেলায় ছিল না ধার। চেনা ছন্দ ছিল অনুপস্থিত। তারপরও অধিনায়ক সাবিনা খাতুনের ঝলকে এগিয়ে গিয়েছিল দল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সাবিত্রা ভান্ডারি বাংলাদেশের মুঠো থেকে কেড়ে নেন জয়। কোচ লিটুর শুরুটাও তাই হয়নি জয়ের হাসিতে। দ্বিতীয় ম্যাচে তিনি হাসতে চান জড়তা দ্রুত কাটিয়ে উঠে। যদিও রক্ষণের দুই নির্ভরতা শিউলি আজিম ও মাসুরা পারভীনের চোট চিন্তায় ফেলে দিয়েছে তাকে। ‘শিউলির একটু সমস্যা আছে। ওর পেটে ব্যথা। মাসুরার কাফ মাসলে সমস্যা। ফিজিও সারাক্ষণ চিকিৎসা করছেন। আশা করি, সব ঠিক হয়ে যাবে। এছাড়া ১০ মাস পর মেয়েরা খেলেছে, একটু জড়তা থাকবেই। আশা করি, এটা দ্রুত কাটিয়ে ওঠা যাবে।’ সাফ জয়ী দল থেকে অবসর নেওয়াদের মধ্যে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার অনুপস্থিতি ভোগাচ্ছে দলকে। প্রথম ম্যাচে চোট নিয়ে খেলেছেন কৃষ্ণা রানী সরকার, কিন্তু ছাপ রাখতে পারেননি। নতুনদের মধ্যে শাহেদা আক্তার রিপা আস্থার প্রতিদান দিয়েছেন সাবিনার গোলে অ্যাসিস্ট করে, কিন্তু দলের অগোছালো ভাবটা কাটেনি পুরোটা। ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাওয়া দলকে আত্মবিশ্বাস জোগাতে গতকাল শনিবার টিম হোটেলে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সাফ জয়ী দলের কাছে কারো প্রত্যাশা যে জয় ছাড়া অন্য কিছু নয়, তাও গল্পে গল্পে জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, বাইরের বিষয় ভুলে মাঠের খেলায় মনোযোগ দেওয়ার কথা। লিটুও এখন আর পিছন ফিরে তাকাতে চাইছেন না। কোচিং স্টাফে দীর্ঘদিন মেয়েদের নিয়ে কাজ করা টেকনিক্যাল ও স্ট্রাটেজিক ডিরেক্টর পল স্মলির না থাকা নিয়েও ভাবতে চাইছেন না খুব বেশি। তার বিশ্বাস, দ্বিতীয় ম্যাচে ‘আরও ভালো’ খেলবে তার দল। ‘আপনারা অনেকে অবগত আছেন দলে কারা কারা নেই। এটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবেই। তবে আগের ম্যাচে মেয়েরা যেমন খেলেছে আগামীকাল (রোববার) তারা অবশ্যই আরো ভালো খেলবে।’ নেপাল কোচ অনন্ত থাপার কণ্ঠে আগের কথারই প্রতিধ্বনি। প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোল পেয়ে ড্র করায় দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন তিনি। ‘আমরা কাল জয়ের জন্যই খেলব। সবার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত