ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাবিনাদের পুরস্কার দিলেন কাজী সালাউদ্দিন

সাবিনাদের পুরস্কার দিলেন কাজী সালাউদ্দিন

ভারতের ব্যাঙ্গালুরুতে সদ্যসমাপ্ত বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে চোখ ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করায় মোরসালিন-জিকোদের বোনাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার সাবিনাদের পুরস্কার দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। নেপাল নারী দলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচের আগের দিন সালাউদ্দিন সাবিনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার দুপুরে টিম হোটেলে গিয়ে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সাবিনাদের আর্থিক প্রণোদনাও দিয়েছেন বাফুফে সভাপতি। প্রত্যেক ফুটবলারকে নিজের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দিয়েছেন। গত সেপ্টেম্বরে নারী ফুটবল দল সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলে ছিল না। তবে এবার নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলছে। প্রথম ম্যাচ ড্র করেছে। আজকের ম্যাচে সাবিনাদের জয়ের জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন বাফুফে সভাপতি, ‘তোমরা ভালো খেলছো। আগামীকালের (রোববার) ম্যাচে তোমাদের জয় প্রয়োজন, সেই সামর্থ্য তোমাদের রয়েছে।’ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের এই উৎসাহে অনেকটা উজ্জ্বীবিত সাবিনারা। কালকের ম্যাচের পর নারী ফুটবল দল ফুটবল ফেডারেশনে উঠবে। এরপর বাফুফে সভাপতি অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে বিশেষভাবে আলোচনা করবেন। বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগ করেছেন। নারী দলে কাজ করা ব্রিটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলিও চলে যাচ্ছেন। মাঠের বাইরের এই সব বিষয় সাবিনাদের নজর না দেয়ার অনুরোধ সালাউদ্দিনের, ‘তোমরা শুধু খেলার দিকেই মনোযোগ দাও। তোমাদের সেরাটা দিতে হবে দেশের জন্য।’ নারী ফুটবলের সৃষ্ট শূন্যতা সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘খেলোয়াড়, কোচ আসবে-যাবে, এটাই সারা বিশ্বে হয়। এখানেও হচ্ছে। আমরা শিগগিরই এই শূন্যতা পূরণ করব।’ নারী দলের প্রধান কোচ নিয়োগ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আমাদের দেশে প্রধান কোচের বিকল্প নেই। নারী ফুটবলে যারা এশিয়া ও বিশ্বমানের জাপান, দক্ষিণ কোরিয়া থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে।’ নারী ফুটবলে অনেক দেশে নারী কোচ কাজ করে। বাফুফে সভাপতি লিঙ্গের চেয়ে যোগ্যতাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, ‘নারী-পুরুষ কোনো বিষয় নয়, যিনি যোগ্যতাবান কোচ তাকেই আমরা দায়িত্ব দেব।’ ফুটবল ফেডারেশনে ট্যাকনিক্যাল ডাইরেক্টর একটি গুরুত্বপূর্ণ পদ। ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের আস্থাভাজনও ছিলেন। তার চলে যাওয়া এবং নতুন কাউকে দায়িত্ব দেয়া প্রসঙ্গে বলেন, ‘সে গতকাল আমার সঙ্গে আলোচনায় বসেছে পদত্যাগপত্র নিয়েই। যে চলে যাবে, তাকে আটকানোর কোনো মানে হয় না।

ট্যাকনিক্যাল ডাইরেক্টর রাখা ফিফার একটি বাধ্যবাধকতা রয়েছে আমরা সেটি দ্রুতই পূরণ করব।’ বাংলাদেশ নারী ফুটবল দল দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে অভিজাত হোটেলে কখনো থাকেনি। এবার সাবিনাদের আবদার পূরণ করেছে বাফুফে। ইন্টারকন্টিনেন্টালে বাফুফে সভাপতির সৌজন্য সফরের সময় ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত