ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উইম্বলডনের পুরুষ এককের ফাইনাল আজ

মুখোমুখি দুই প্রজন্মের দুই শীর্ষ খেলোয়াড়

মুখোমুখি দুই প্রজন্মের দুই শীর্ষ খেলোয়াড়

বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডন শুরু হওয়ার আগে থেকেই এবার ফাইনালে বিশ্বের ১ নম্বর তারকা আলকারজ ও সাবেক শীর্ষ তারকা নোভাক জকোভিচের সম্ভাব্য দ্বৈরথ নিয়ে টেনিস বিশ্বের একটি প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ করেছেন জকো-আলকারাজ। আজ উইম্বলডনের হাই-ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রজন্মের দুই শীর্ষ খেলোয়াড়। এর আগে শুক্রবার সেমিফাইনালে নিজেদের ম্যাচে দাপুটে জয় দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এবারের আসরের দুই শীর্ষ তারকা। বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও ইউএস ওপেন বিজয়ী আলাকারাজ শেষ চারে দানিল মেদভেদেভকে দাঁড়াতেই দেননি। ক্যারিয়ারের চতুর্থ ঘাসের-কোর্টের টুর্নামেন্টে তিন নম্বর মেদভেদেভকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ এই তরুণ। আরেক সেমিফাইনালে বর্তমান অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ ইতালিয়ান নাম্বার এইট ইয়ানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করে নবম ফাইনাল নিশ্চিত করেছেন। এটি গ্র্যান্ডস্ল্যামে জকোভিচের রেকর্ড ৩৫তম ফাইনাল। ফাইনালে ৩৬ বছর বয়সি সার্বিয়ান তারকা জকোভিচ কিংবদন্তি রজার ফেদেরারের অষ্টম উইম্বলডন শিরোপা এবং মার্গারেট কোর্টের সর্বকালের সর্বোচ্চ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে কোর্টে নামবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত