ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লক্ষ্য ছেলেকে গ্র্যান্ডমাস্টার বানানো

তাহসিনকে নিয়ে আজ গ্রিস যাচ্ছেন জিয়া

তাহসিনকে নিয়ে আজ গ্রিস যাচ্ছেন জিয়া

তিনটি টুর্নামেন্টে অংশ নিতে আজ গ্রিসে যাচ্ছেন বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এবং ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার। তাদের সঙ্গে যাচ্ছেন জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্যও। গ্রিসে তিনটি ও ফেরার পথে দুবাইয়ে আরো একটি টুর্নামেন্ট খেলবেন এই বাবা-ছেলে। ফিদে মাস্টার ছেলেকে নিজের মতো গ্র্যান্ডমাস্টার বানাতে ব্যাকুল জিয়া। তাই ছেলেকে নিয়ে তার গ্রিস যাত্রা। জিয়ার কথায়, ‘তাহসিন এই চারটি টুর্নামেন্টে ভালো খেলতে পারলে আইএম নর্ম পেতে পারে। পাশাপাশি আমিও কিছু টুর্নামেন্ট খেললাম।’ তাহসিন বর্তমানে ফিদে মাস্টার।

আন্তর্জাতিক মাস্টারের (আইএম) একটি নর্ম অর্জন করেছেন ইতোমধ্যে। তবে আন্তর্জাতিক মাস্টার হতে তার আরো দুটি নর্ম প্রয়োজন। একইভাবে আইএম হওয়ার পর গ্র্যান্ডমাস্টার হতে আরও তিনটি নর্ম প্রয়োজন। জিয়া বলেন, ‘গ্রিসের কাছাকাছি সময়ে তিনটি ভালো মানের টুর্নামেন্ট রয়েছে। সামনে আমারও এশিয়ান গেমস রয়েছে। এই চারটি টুর্নামেন্ট খেললে এশিয়াডের প্রস্তুতিও হলো, আবার তাহসিনের নর্মের সম্ভাবনাও থাকল। এসব ভেবেই আমাদের গ্রিসে যাত্রা।’ দুই দেশে চারটি টুর্নামেন্টে অংশ নিতে প্রায় দশ লাখ টাকা খরচা হবে জিয়ার। জানা গেছে, পুলিশ চেস ক্লাব জিয়াকে এবং সাইফ পাওয়ারটেক পৃষ্ঠপোষকতা করছে তাহসিনকে। ১৯ জুলাই থেকে ১২ আগস্ট গ্রিসের দুই শহরে (এথেন্সের বাইরে) তিনটি টুর্নামেন্ট খেলবেন তারা। ১৪ আগস্ট দুবাইয়ে খেলবেন আরেকটি টুর্নামেন্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত