ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাবেরের স্বপ্ন ভেঙে উইম্বলডনের নতুন রানি ভন্দ্রোসোভা

জাবেরের স্বপ্ন ভেঙে উইম্বলডনের নতুন রানি ভন্দ্রোসোভা

মার্কেতা ভন্দ্রোসোভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। তবে শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসোভাই। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডনের নারী এককের শিরোপা জিতলেন চেক রিপাবলিকের এই তারকা। তিউনিসিয়ান টেনিস তারকা জাবেরের স্বপ্ন ভেঙে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন ভন্দ্রোসোভা। গত শনিবার বাংলাদেশ সময় রাতে উইম্বলডনে সেন্টার কোর্টে নারী এককের ফাইনালে সরাসরিসেটে বাজিমাত করেছেন ভন্দ্রোসোভা। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ম্যাচটি জিতেছেন ৬-৪, ৬-৪ গেমে। গ্রাস কোর্টের এই টুর্নামেন্টে এবারের আগে কখনো দ্বিতীয় রাউন্ডই পার হতে পারেননি র‌্যাংকিংয়ের ৪২ নম্বর ভন্দ্রোসোভা। সেখানে এবার একের পর এক চমক জাগিয়ে, স্বপ্নের পথচলায় টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের নারী এককে ট্রফি উঁচিয়ে ধরলেন তিনি। ২৪ বছর বয়সি ভন্দ্রোসোভা এর আগে একবারই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন, ২০১৯ সালের ফরাসি ওপেনে। সেবারের ফাইনালে অ্যাশলি বার্টির বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি তিনি, হেরে যান সরাসরি সেটে। এবার তেমনই সরাসরি সেটে জিতেই মেতে উঠলেন শিরোপা উৎসবে। গত বছর উইম্বলডন চলাকালীন ভন্দ্রোসোভা ছিলেন লন্ডনেই ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত