ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জমকালো আয়োজনে মেসিকে বরণ করল ইন্টার মায়ামি

জমকালো আয়োজনে মেসিকে বরণ করল ইন্টার মায়ামি

অবশেষে অপেক্ষার অবসান হলো লিওনেল মেসি এবং ইন্টার মায়ামি ভক্তদের। বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোর ৬টা ৩০ মিনিটে আর্জেন্টাইন মহাতারকাকে নিজেদের ঘরের মাঠে পুরো স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সামনে বরণ করে নেয় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। বেশ জাঁকজমকের সঙ্গেই ‘দ্য আনভেইলিং’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন মেসি। তবে মেসিকে দেখতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা বাড়িয়েছে বৈরী আবহাওয়া। ঝড়বৃষ্টি, বজ্রপাত হওয়ায় অনুষ্ঠান শুরু হয় নির্ধারিত সময় থেকে দেরিতে। কয়েক ঘণ্টা পর আতশবাজি ফুটানোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বৃষ্টি থামার পর মঞ্চ সাজিয়ে স্বাগত জানানো হয় সার্জিও বুসকেটসকে। এরপরেই মেসিকে মঞ্চে ডেকে নেয়া হয়। তখন আতশবাজির আলোয় রঙিন হয়ে উঠে ড্রাইভ পিংক স্টেডিয়ামের আশপাশের আকাশ। মেসির হাতে তুলে দেয়া হয় ক্লাবের ১০ নাম্বার জার্সিটাও। একইদিনে জার্সি তুলে দেয়া হয় আরেক খেলোয়াড় সার্জিও বুসকেটসের হাতেও। নিজের চিরচেনা ৫ নাম্বার জার্সিই পাচ্ছেন তিনি। উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস ও সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরো অনেকে। অনুষ্ঠানে সপরিবারে এসেছিলেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল মায়ামি। পারফর্ম করেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ছিলেন পুয়োর্তো রিকোর র‌্যাপার ব্যাড বানি। মেসি বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত