ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জোকোভিচের স্বপ্ন ভেঙে উইম্বলডনের নতুন রাজা আলকারাস

জোকোভিচের স্বপ্ন ভেঙে উইম্বলডনের নতুন রাজা আলকারাস

এখনো মুখ থেকে কিশোরসুলভ ভাবটা মুছে যায়নি। চেহারা দেখলে বোঝা যায়, তারুণ্যের পরিপক্বতা এখনো চেপে বসেনি। তবে, টেনিসের কোর্টে নেমে যেন সেসব উড়িয়ে দিলেন কার্লোস আলকারাজ। উইম্বলডন পুরুষ এককের ফাইনালে তার খেলা দেখে কারো বলার সাধ্য নেই, বয়স তার মাত্র কুড়ি। লন্ডনের অল ইংলিশ কোর্টে ৪ ঘণ্টা ৪২ মিনিটের ম্যারাথন লড়াই শেষে নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের শিরোপা নিজের করে নিয়েছেন স্প্যানিশ নাম্বার ওয়ান আলকারাজ। টেনিসের বড় নক্ষত্র নোভাক জোকোভিচকে ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন এই তরুণ। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আর দশ বছরের মধ্যে উইম্বলডনে এটিই ছিলো জোকোভিচের প্রথম হার। গত বছর ইউএস ওপেন দিয়ে জেতেন প্রথমটি। ওই সাফল্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার কীর্তিও গড়েন তিনি। উন্মুক্ত যুগে তৃতীয় কম বয়সি খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতলেন আলকারাস। এখানে গত চার আসরের চ্যাম্পিয়ন ৩৬ বছর বয়সি জোকোভিচের টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা বাড়ল। এই বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতেন জোকোভিচ। উইম্বলডনের ফাইনালেও তিনি ছিলেন পরিষ্কার ফেভারিট। এখানে সাতবারের চ্যাম্পিয়ন তিনি, ফাইনালের আগে এখানে জিতেছেন টানা ৩৪ ম্যাচ, সেন্টার কোর্টে জয় টানা ৪৪ ম্যাচে। শিরোপা লড়াইয়ে শুরুটাও তার হয় প্রত্যাশিত। প্রথম সেট জিততে সময় নেন স্রফে ৩৪ মিনিট। এরপরই আলকারাসের ওই ঘুরে দাঁড়ানোর শুরু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত