ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাঠে গড়াচ্ছে আন্তঃজেলা ভলিবলের চূড়ান্ত পর্ব

মাঠে গড়াচ্ছে আন্তঃজেলা ভলিবলের  চূড়ান্ত পর্ব

দেশের সাত বিভাগের ১৪টি জেলার অংশগ্রহণে শনিবার থেকে শুরু হচ্ছে মিনিস্টার আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। অংশ নেওয়া দলগুলো হলো- পঞ্চগড়, ঢাকা, কুমিল্লা, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, গাজীপুর, দিনাজপুর, টাঙ্গাইল, পটুয়াখালী, নড়াইল, কুষ্টিয়া, রাজশাহী ও কিশোরগঞ্জ। পল্টনের শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে জেলাগুলো। চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। গত মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি এমএ রাজ্জাক খান ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল উপস্থিত ছিলেন।

এর আগে ছয়টি বিভাগীয় শহরের ছয়টি অঞ্চলে আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ১৪টি জেলা দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত