ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দীর্ঘ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। শেষ চারের লড়াইয়ে কুয়েতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে গেলেও নজরকাড়া পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছে মোরসালিন-রাকিবরা। এবার সামনের পরীক্ষাগুলোতেও লেটার মার্কস পেতে মুখিয়ে লাল-সবুজ বাহিনী। বড়দের সফলতার অনুপ্রেরণা নিয়ে এবারে অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন টুর্নামেন্টের জন্য গতকাল মঙ্গলবার ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে সাজানো হয়েছে দল। সেপ্টেম্বরের ২৩ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। ঠিক একই সময় এশিয়ার ক্লাব ফুটবলের দুইটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ চলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সেপ্টেম্বর ও অক্টোবরে আন্তর্জাতিক সূচি রয়েছে। ফলে বসুন্ধরা এবং আবাহনী খেলোয়াড়দের দলে পাচ্ছে না বাফুফে। এশিয়ান গেমসের পুরুষ ফুটবল ইভেন্ট মূলত অনূর্ধ্ব-২৩। এর সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। বাফুফে এশিয়ান গেমসের দীর্ঘ তালিকায় ৫৮ জন খেলোয়াড় রেখেছিল। এতে শেখ মোরসালিন, আনিসুর রহমান জিকো, হৃদয়, তারিক কাজিসহ সবাই ছিলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এই নামগুলো গেমস কমিটিকে প্রেরণ করেছিল। তবে ক্লাবের খেলা থাকায় তাদের বাদ দিয়েই দল গঠন করতে হয়েছে কোচ হাভিয়ের কাবরেরাকে। তিনজন সিনিয়র ফুটবলারের কোটায় রয়েছেন জামাল ভূঁইয়া, মুরাদ এবং ইব্রাহিম। এদিকে, এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আসর বসতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আসরের পর্দা নামবে ১২ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান ‘এইচ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিনস। এবারের আসর সামনে রেখে আগামী ২৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের আবাসিক ক্যাম্প। বাংলাদেশের ২২ সদস্যের দল: মিতুল মারমা, মেহদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজীব হোসেন, শাহীন আহমেদ, আবু সাঈদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া, রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, আহমেদ পিয়ুস নোভা, সরোয়ার জামান নিপু ও জাফর ইকবাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত