ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ শুরু জাতীয় ফুটভলি

এশিয়ান ফুটভলি চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

এশিয়ান ফুটভলি চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

বিশ্বকাপে খেলেছে। পঞ্চম স্থানে থেকে দেশে ফিরেছিল। এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জন্য যাবে দেশের নতুন খেলা ফুটভলি। ২০ থেশে ২৩ অক্টোবর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান ফুটভলি চ্যাম্পিয়নশিপের খেলা। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ১৫টি দেশ। বিশ্ব আসরে পঞ্চম হওয়ায় এশিয়াডে সেমিফাইনাল খেলা প্রত্যাশা ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজম আলীর। গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এদিকে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটভলি চ্যাম্পিয়নশিপের খেলা। দুই বিভাগে মোট ২০টি দলের অংশগ্রহণে পল্টন আউটার স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা ২২ জুলাই পর্যন্ত চলবে। সংবাদ সম্মেলনে জানানো হয় ওয়ালটন তৃতীয় জাতীয় ফুটভলি প্রতিযোগিতার পুরুষ বিভাগে ১২টি ও নারী বিভাগে আটটিসহ মোট ২০টি দল অংশ নেবে। পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ ফুটভলি ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও সাভার কমিউনিটি স্পোর্টস একাডেমি। ‘খ’ গ্রুপে আছে বাংলাদেশ আনসার, জামালপুল জেলা ক্রীড়া সংস্থা ও পল্টন ফুটভলি একাডেমি। ‘গ’ গ্রুপে আছে জহিরুল স্পোর্টস একাডেমি, গাজীপুর ফুটভলি একাডেমি ও পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব। এবং ‘ঘ’ গ্রুপে রয়েছে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও তোতা স্পোর্টিং ক্লাব। নারী বিভাগের ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ ফুটভলি ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফিরোজ স্মৃতি সংসদ ও পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব। আর ‘খ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার, জামালপুল জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জহিরুল স্পোর্টস একাডেমি। পুরুষ বিভাগের দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপ থেকে একটি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। নারী বিভাগের আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। আর দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত