ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে জাতীয় টেবিল টেনিস শুরু শনিবার

চট্টগ্রামে জাতীয় টেবিল টেনিস শুরু শনিবার

মাঝেমধ্যেই রাজধানী ঢাকার বাহিরে আয়োজন করা হয় জাতীয় টেনিস। তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে হতে যাচ্ছে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। আগামী শনিবার চট্টগ্রাম রাইফেলস ক্লাবে বসছে ৩৯তম আসর। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতা চলবে ২৯ জুলাই পর্যন্ত। এবারের আসরে পাঁচটি বিভাগ, ২৮টি জেলা, তিনটি সার্ভিসেস ও একটি বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে। পাঁচটি বিভাগ হচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট। সার্ভিসেস দল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে। মোট ২৩০ জন খেলোয়াড় ৩৯তম জাতীয় চ্যাম্পিয়নশিপ অংশ নিচ্ছে। এর মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন, বালক ৪৬ জন ও বালিকা ২৮ জন। প্রতিযোগিতা হবে পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত, বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক ইভেন্টে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত