ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একমাত্র শিরোপাটি জিতেছিল ২০০৩ সালে। ২০০৫ সালে ফাইনালে খেলেছিল তারা। সবশেষ পাঁচটি আসরের থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল লাল-সবুজরে প্রতিনিধিরা। আর ২০০৯ সালে সবশেষ সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর কেবলই আক্ষেপের গল্প। ১৪ বছর পর সেই আক্ষেপ কিছুটা ঘুচেছে। সদ্যসমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে গোল হজম করে স্বপ্ন ভাঙে জামাল ভূঁইয়াদের। তবে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার ফিফা র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৯২ থেকে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। গতকাল বৃহস্পতিবার হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা। অনেক দিন ধরেই ফিফা র‌্যাংকিংয়ে ১৯২-এর ঘরে আটকা ছিল বাংলাদেশ। উন্নতি তো হয়নি, বাজে ফলে বেশ কয়েকবার হয়েছে অবনমন। সাফে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রায় ৮ রেটিং পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশ দলে। আগের ৮৮৪-এর সঙ্গে নতুন এই রেটিং পয়েন্ট যোগ হওয়ায় মোট রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৮৯২ দশমিক ৪৪। গত ৬ এপ্রিল প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ। তখন বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৮৩.৮৮। এরপর গত ২৯ জুন হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে ৫.৬২ পয়েন্ট বাড়ে বাংলাদেশের। তবে ৮৮৯.৫ পয়েন্ট নিয়ে সেই ১৯২তম অবস্থানেই ছিল বাংলাদেশ। ১৯১তম স্থানে থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১.১২ আর ১৯০তম অবস্থানে থাকা সামোয়ার পয়েন্ট ছিল ৮৯৪.২৬। আজ সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে ব্রুনেই এবং সামোয়াকে পেছনে ফেলেছে জামাল ভূঁইয়ারা। যদিও বাংলাদেশের পাশাপাশি ব্রুনেইয়েরও এক ধাপ উন্নতি হয়েছে। তারা উঠে এসেছে ১৯০ এ। দক্ষিণ এশিয়ান দলগুলোর মধ্যে উন্নতি হয়েছে বর্তমান সাফ চ্যাম্পিয়ন ভারতের। ৯৯ র‌্যাঙ্কিংয়ে থাকা সুনীল ছেত্রীরা দক্ষিণ এশিয়ান দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে। মালদ্বীপ ১৫৫ আর নেপাল আছে ১৭৫তম অবস্থানে। বিশ্বফুটবলের র‌্যাংকিংয়ে অবশ্য তেমন পরিবর্তন আসেনি। শীর্ষস্থান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ধরে রেখেছে। এছাড়া দুইয়ে আছে কাতার বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্স। যদিও মেসিদের চেয়ে নিঃশ্বাস দূরত্বে আছে এমবাপ্পেরা।