ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হার দিয়ে শেষ জামালের, আবাহনীর জয়

হার দিয়ে শেষ জামালের, আবাহনীর জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) শেষ রাউন্ডের খেলা শুরু হয়েছে। শেষ রাউন্ডের প্রথম দিনে গতকাল শুক্রবার দুটি ম্যাচ ছিল। শেখ জামাল হেরে গেলেও জয় দিয়েই লিগ শেষ করেছে আবাহনী। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি খেলেছে ঢাকা আবাহনী। অধিনায়ক নাবীব নেওয়াজ জীবনের একমাত্র গোলে উত্তরাকে ১-০ গোলে হারায় ঢাকা আবাহনী। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রানার্স-আপ আবাহনীর এবারের লিগ শেষ হলো। আজমপুর এফসির পয়েন্ট ৫। এর মাধ্যমে প্রিমিয়ার লিগে এসেই এবার দলটি অবনমিত হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তাদের হোম ভেন্যুতেই ৩-০ গোলে হারিয়ে দেয় নবাগত ফর্টিস এফসি। ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করে মৌসুম শেষ হলো জামালের। ২৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীকে পেছনে ফেলে আপাতত সপ্তম স্থানে থেকে লিগ শেষ করলো ফর্টিস। তবে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী জিততে পারলে ফর্টিসকে আবারও নেমে যেতে হবে অষ্টম স্থানে। শেখ জামাল-ফর্টিজ ম্যাচের গোল হয় ৭১তম মিনিটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত