ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পঞ্চম বোলার হিসেবে ব্রডের ৬০০

পঞ্চম বোলার হিসেবে ব্রডের ৬০০

১৯৬৪ সালের ১৫ আগস্ট যখন ইতিহাসের প্রথম বোলার হিসেবে ফ্রেড ট্রুম্যান টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন, বিস্ময়ে চোখ কপালে উঠেছিল সবার। বলা হচ্ছিল, ফ্রেড ট্রুম্যানের এই রেকর্ড কেউ কখনো ভাঙতে পারবে না। কিন্তু ট্রুম্যানের সেই রেকর্ড শুধু ভেঙেই যায়নি, ৫৭ বছরের ব্যবধানে টেস্টে তার চেয়ে বেশি উইকেটের মালিক বনে গেছেন ৩৬ জন। মানে, টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেই ট্রুম্যান এখন ৩৭ নম্বরে! তার পরও কোনো বোলার টেস্টে বড় কোনো মাইলফলক গড়লেই ট্রুম্যানের সেই কীর্তির বিষয়টি সামনে চলে আসে। গত পরশু যেমন তার কীর্তিটাকে স্মরণ করিয়েছেন তারই উত্তরসূরি স্টুয়ার্ট ব্রড। পূর্বসূরি ট্রুম্যানকে অনেক আগেই পেছনে ফেলা ব্রড পরশু ছুঁয়েছেন টেস্টে ৬০০ উইকেটের মাইলফলক। বিশ্বের পঞ্চম এবং ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। উল্লেখ্য, ৬০০ উইকেটের মাইলফলক ছোঁয়া পাঁচ বোলারের তিনজনই স্পিনার, দুইজন পেসার। সেই দুই পেসারই ট্রুম্যানের দেশ ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। যারা অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজের চলমান ম্যানচেস্টার টেস্টেও জুটি বেঁধে খেলছেন। দুজনের মধ্যে অ্যান্ডারসন অনেক আগেই ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ১৮২ টেস্টে ৬৮৯ উইকেট নিয়ে তিনি আছেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার ৩ নম্বরে। তার ওপরে কেবল অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন (৭০৮) ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৮০০)। মানে পেসার হিসেবে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন, দ্বিতীয় আসনে তার জুটি সতীর্থ ব্রড। নিজের রেকর্ড। চুরমার হলেও ট্রুম্যান নিশ্চয়ই ওপারে শুয়ে দুই স্বদেশি উত্তরসূরির কীর্তিতে হাসছেন! ৫৯৮ উইকেট নিয়ে ম্যানচেস্টার টেস্ট শুরু করেছেন ব্রড। ফলে ৬০০ ছুঁতে তার দরকার ছিল ২ উইকেট। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনেই ২ উইকেট নিয়ে ৬০০ উইকেট ক্লাবে প্রবেশ করেছেন ব্রড। উসমান খাজাকে আউট করে ৫৯৯তে পা রাখা ব্রড পরে ট্রাভিস হেডকে ৬০০-এর শিকার বানিয়েছেন। ব্রড যখন কীর্তিটা গড়েন, তখন অপর প্রান্ত দিয়ে বোলিং করছিলেন অ্যান্ডারসন। ক্যারিয়ারের ১৬৬তম টেস্টে এসে এই কীর্তিটা গড়লেন ব্রড। ২০০৭ সালে টেস্ট উইকেটের খাতা খোলেন কলম্বোয় শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাসকে আউট করে। ক্যারিয়ারে মোট তিনবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন, ইনিংসে ৫ উইকেট লাভের কৃতিত্ব দেখিয়েছেন ২০ বার। করেছেন দুটি হ্যাটট্রিকও। ওপরে ওঠার যাত্রায় ব্রডের সামনে এখন অনিল কুম্বলে। ভারতের সাবেক স্পিনার ৬১৯ উইকেট নিয়ে আছেন সর্বোচ্চ টেস্ট উইকেট তালিকার ৪ নম্বরে। যে ছন্দে রয়েছেন ব্র্রড, তাতে কিছু দিনের মধ্যেই হয়তো কুম্বলেকে পেছনে ফেলে তিনি চারে পৌঁছে যাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত